কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯

জয়া ঘটক




প্রেম 

প্রত্যেকটি কাহিনীই যে সম্পূর্ণতা পাবে তা কখনও সম্ভব নয়।
তাই কিছু কাহিনী অসম্পূর্ণ-ই থেকে যায়...
কখনও কখনও প্রেম নিঃশব্দে প্রার্থনার মত হৃদয়ে রয়ে যায়। প্রতিদানের অপেক্ষা রাখে না।
ভালোবাসা শর্তনির্ভর না হয়ে শর্তবিহীন হলে ক্ষতি কি?
হে প্রেম তুমি হৃদয়কে মহান করো!
শুধু হারিয়ে যেও না!

অবিশ্বাস

ভালোবাসা, এক মিথ্যা আশ্বাস। 
করি না তাই এই ভ্রমকে বিশ্বাস!

শীত

শীত। চাই অল্প উষ্ণতা। 
কুয়াশায় ভিজে ভিজে
শুধু তোমাকেই ডাকি।

আমার সব ব্যর্থতা তোমাকে
ঘিরে। শৈশব, যৌবন সব স্মরণ
করতে চাই কুয়াশায় সিক্ত হয়ে। 

সব ভুলে অল্প ওমের জন্য আবার 
তোমাতেই বিলীন হতে চায় মন। 

কিন্তু, শুধু উষ্ণতার জন্য যেতে
চাই না বলে, হাত ছুঁতে পারে না
তোমার ওম!

জীবন 

দিন 
সারাদিন গুনগুন ভালোবাসি ভালোবাসি! 
রাত
শুধু বালিশ জানে চোখের জলের গোপন কথা!

শিস্

গোধূলির মেঠো রোদ্দুরের ঠোঁটে
লেগে আছে বিষাদ চুম্বনের ছোঁয়া!


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন