কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯

তানজিন তামান্না




কুরিয়ার সিরিজের কবিতা


আবার সমুদ্দুরে চোখ

প্রেরক              প্রাপক

স্মৃতিবেলা      সন্ধ্যাদেবী  

        
সারি সারি ক্ষুধা

প্রতিদিনের চায়ের চুমুকে ডোরবেল বেজে ওঠে। বাতাস বিস্মিত হয়ে শোনে দোয়েলের কথোপকোথন।
ধানের ক্ষেতে আপনার ক্ষুধা কি দাঁড়িয়ে থাকে সারি সারি?
এখনও?


রেড ওয়াইন

জানালা দিয়ে ঢুকে পড়ছে একটি পুরনো ঢঙের বাক্য। পুরনো কৃষ্ণচূড়ায় আছড়ে পড়ে চাঁদ…
ক্ষুধার্ত সন্ধ্যায় এক পেগ রেড ওয়াইন ছলকে উঠলে, আপনিও কি আগামীকালের রোদ্দুর হবেন?
উজ্জ্বল তারাগুলো অতিবর্ষায় স্বপ্নে মশগুল…


সূর্যোদয়

জ্বরের দিনগুলো উড়ে যাবে প্রাচীন সূর্যোদয় হয়ে! ফুলবাগান তামাশায় বিহ্বল হতে হতে একদিন বসন্তে পৌঁছে যাবে। পাহাড়ে উড়ে যাবার স্বপ্নে মেঘলা দুপুর খুব নিকটে চলে আসবে গাছগুলোর। সন্ধ্যা নামলে চলনবিল বুকে করে হেনা খালাও বাপের বাড়ি ফিরবেন… একটুকরা মেঘের বয়স বাড়তে থাকলে, দুই বেণীতে চুমু ঝুলিয়ে মধ্যরাতেও কি সূর্যোদয় হবে?

1 কমেন্টস্:

  1. ভালো লাগলো লেখাটা গুলো।
    সারি সারি ক্ষুধা টা অন‍্য মাত্রার লেখা। খুব ভালো লাগলো।

    উত্তরমুছুন