কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

প্রণব বসুরায়




আসছি


চোখে জ্যোতি নেই, নত মুখ বুঝি পরাগ দেখেনি
যদিও বিশুদ্ধ শাস্ত্রমতে সব আয়োজন সম্পন্ন হয়েছে
তবু, নীল পাখি আসেনি বলে
যোগ্যতার পরীক্ষা স্থগিত থেকেছে

'
আসছি' বলেও চলে যাওয়া যায়
'
আসছি' বলেও গড়া যায় কাচের দেয়াল...



যাচ্ছি


যদিও বসেই আছি, তবু, আমিও যাচ্ছি

কেউই 'লে যায় না কোথায় চললো
কেউই 'লে যায় না ফিরবে কখন,
তারা শুধু নক্ষত্রের বনে 'লে যেতে থাকে

নামে রাত জামরুল গাছে, এখনও
কোথাও শাঁখে কেউ প্রাণবায়ু দেয়
শীততাপ চলে যায় পাড়ারদিকে...

আমিও যাচ্ছি তবে, যাই... যাই...



সব  স্বপ্ন


ঢুকতে যাচ্ছি, তুমি ডাকায় আমি দাঁড়ালাম
তখন কানে বাজচ্ছে হাজার সিম্ফনি--
কবিতার ওপর কবিতার পরতে
যথাযথ ভাজা ভাজা হ'লো সন্ধ্যে আসর

ঘন মেঘে ঢাকা ছিলো পূর্ণিমার চাঁদ
তবু আমি সব কিছু দেখতে পাচ্ছিলাম
দেখছিলাম গান কীভাবে আমাকে ভাসিয়ে নিচ্ছে
যে ভাসানে স্নান সারা যায়...

ছায়াছবির মতো সব দৃশ্য সরে যাচ্ছিল
আমার কানে সেই নতুন সোনাটা

কমলা লেবুর কোয়ায়
সব স্বপ্ন জমা করে রাখি...



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন