কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

সোনালি বেগম




রোমান্স 

মুখমন্ডল ভেঙে ভেঙে হারিয়ে যাচ্ছে মুহূর্তে।
রাস্তার দুধারে সারি সারি ল্যাম্পপোস্ট।
ঝরঝর  বৃষ্টির জলে মেঘের গলিত শরীরে
স্পষ্ট ঋতুবদল। স্বতন্ত্র  ঘুমহীন তৃষ্ণার্ত অকপট
প্রকাশ --
ধকধক আগুন নিয়ে জ্বলছে ভূগর্ভ।


সোয়ালো 

ট্রেন ফিরে  গেল। সেই পুরনো গানটিই
ভেসে এল। টুরিস্ট স্পটগুলি ভরে উঠছে
গানবাজনায়। গোলাপ বিতরণ সে তো
পরদেশী নামও জানা নেই। লাল-লাল
আমের সুগন্ধ নিয়ে উড়ে যাচ্ছে সোয়ালো,
গরমের বার্তা ছড়িয়ে দিচ্ছে বাতাসে...


ফেরিবোট 

ফেরিবোট  ছুঁয়ে সূর্যাস্তের আলোয় সন্ধের
মগ্ন-দরজা। মুক্ত-ইচ্ছায় ছুটে যায় কোনো
উন্মাদিনী-এলোকেশী। স্তূপীকৃত পাথর-পাহাড়
ভেঙে ভেঙে কটাক্ষ উপেক্ষায় স্পষ্ট সবল বাঁধ।
ভাঙা কলসির টুকরোগুলোকে জুড়ে দেবার চেষ্টা
প্রতিনিয়ত। সঙ্ঘবদ্ধ প্রচেষ্টায় লাল হলুদ কমলা
বিচ্ছুরণ স্পষ্ট হতে থাকে --


বন্ধ দরজা

চোখের কাপড় খুলে দেখে নিই সেই মানুষ।
বন্ধ দরজার ভেতর অসংখ্য নাম না জানা
বন্ধ দরজা ডিঙিয়ে এই সন্ধান। মুখোশের
আড়ালে থাকে যে মুখ তাকেই চিনে নিয়ে
এগিয়ে যায় গাড়ি। অ্যাক্সিডেন্ট!
পায়ের ওপর কোদাল-আঘাতে খান-খান
প্রজ্জ্বলিত মোমবাতি আর ফুল --




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন