কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

অশোক তাঁতী




কাঁটাতারের উল্টোদিক ও কিছু খবর


কী অদ্ভুত অবস্থা মশাই! কোনো খবরই নেই?
হ্যাঁ, ভাবলে অবাক লাগে। আজ দু’মাস হয়ে গেল।
যেন পৃথিবীর বাইরের একটা দেশ।
পৃথিবীর বাইরের খবরও আজকাল আমাদের নখের ডগায়।
সে ঠিক। চন্দ্রযান সোজা না বেঁকা পড়ল সে খবর সাথে সাথে চলে আসছে। পাড়ার চায়ের দোকানে গিয়ে পড়ার অপেক্ষা।
হোয়াটস অ্যাপ খুললেও হবে। অন্তত দশজন ফরোয়ার্ড করবে।
অথচ ওখানকার কথা ভাবুন। যারা খবর নিতে গেছে তাদের সীমান্ত থেকে ফেরত পাঠিয়েছে। খবর ছাড়া মানুষ বা পৃথিবীর অস্তিত্ব হয়?
যখন ওখানে যাওয়া নিষেধ তখন এত জোর করারই বা কি আছে? আর কয়েকদিন পরেই তো ওখানকার মানুষ উন্নতির শিখরে। কয়েকশো কোটি টাকা খরচা। কয়েক লক্ষ সিকুরিটি। এত খবর নেওয়ার কি আছে?
খবর ছাড়া কোনো উন্নতি হয়? দেখেন নি, সরকার দশ কোটি টাকার কাজের একশ কোটি বিজ্ঞাপন সাথে উদ্বোধনের খরচ আরো দশ কোটি? খবর ছাড়া বেমক্কা উন্নতির কোনো মানে হয় না। খবরটাই আসল।
দেখুন, দেখুন, কাঁটাতারের আড়াল থেকে একটা অবয়ব যেন নড়ে উঠল। আপনার মনে হচ্ছে না?
দূর! ওটা হাওয়া। গাছের ডাল নড়ছে।
দু’মাস ধরে ওখানে কোনো হাওয়া বওয়া নিষেধ। দেখছেন না শুধু ঝোপটা নড়ছে। ওপরের বড় গাছ স্থির।
ঝোপের ভেতর মানুষ কী করবে? হবে কোনো গরু বা ছাগল।
একটা মানুষ হেঁটে আসছে! দেখুন দেখুন। আরে দাদা ঠেলছেন কেন? কাঁটার ওপর  পড়ে যাব তো!
চুপ করুন মশাই, একটু শান্ত হয়ে শুনতে দিন। আস্তে আস্তে। ঐ তো পরিষ্কার দেখা যাচ্ছে। মানুষ নয়, আপনার চোখের ভুল। ঝোপটা নড়ছে।
ভালো করে দেখুন, ভুল হতে পারে না। স্পষ্ট দেখছি কিছু একটা কিছু আসছে।
আরে সত্যি কিছু একটা আসছে। আরে ভাই ভিডিও করুন। না হলে সামনে থেকে সরে যান।
বেশ জোরে আসছে মনে হচ্ছে।
ছুটছে।
ঝোপ জঙ্গল কেমন ফাঁকা হয়ে আসছে দেখেছেন?
যাঃ।
কী হল?
পাথরে ঠোক্কর লেগে পড়ে গেছে মনে হচ্ছে।
নড়ছে না।
ভালো করে দেখুন না!
কিচ্ছু নেই।
লোকটা কোথায় গেল? একটা লোক তো বেমালুম হাপিস হয়ে যেতে পারে না!
কেমন শান্ত হয়ে গেল।
কোনো খবরই তো পাওয়া গেল না!
কোনো খবর নেই মানেই একটা বড় খবর।
খবরের কাগজে নানান খবর বের হতে শুরু করল।
‘একজন লোক কাঁটাতারের আড়ালে অদৃশ্য’।
‘আমরাই প্রথম। স্কুপ খবর। কাঁটাতারের আড়ালে মানুষ’।
টিভিতে ‘কাঁটাতার ও একটি মানুষ?’ শিরোনামে বিতর্ক শুরু হয়। যেখানে গ্রাফিক্সে দেখা যায় একটা মানুষ টলতে টলতে এগিয়ে আসছে আর তৈরি হচ্ছে খবর।
অসংখ্য খবর।
শুধু খবর।
খবরের জন্য মানুষের প্রয়োজন হয় না। একটু বাতাস থাকলেই হল।  

1 কমেন্টস্: