কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ১ জুলাই, ২০১৯

সুধাংশুরঞ্জন সাহা




শূন্যতা   

শূন্যতার নিজস্ব ভাষা খুঁজতে কেটে গেছে                                                         অনেক বছর।
কিন্তু শূন্যের যোগ বিয়োগ, গুণ ভাগ, মায় 
পরিধিও সেই শূন্য
তবু, মানুষের জীবনে শূন্যতা সর্বত্র শোভিত।


মানচিত্র 

মিথ্যে মানচিত্রে যেদিন টুকরো টুকরো হয়েছিল                                                           ভারতবর্ষ,
সেদিন থেকেই শুরু হয়েছে  মানুষের দুর্ভোগ
এখন যা দুরারোগ্য ব্যাধিতে পর্যবসিত


আতঙ্কবাদী 

আতঙ্কবাদীদের কোন বিশ্বাস নেই
মুখ নেই। অবয়ব নেই পরিচিতি নেই
খতম ছাডা কোন ধর্মও নেই


অরণ্যসম্ভব 

কিছু কিছু কথার ভিতর থাকে 
বিচিত্র রঙ ও রহস্যের অরণ্যসম্ভব
ঝোপঝার পেরিয়ে রোদ্দুর সকাল ছুঁলেই 
অপেক্ষারা পাখির ডানায় আলপনা এঁকে দেয়

তবু, একটা গাছও না পুঁতে আমরা 
একের পর এক গাছ কেটে বাড়িয়ে তুলছি                                                          উদ্বেগ
উষ্ণায়নের করাত ধারালো হচ্ছে ক্রমশ

লঙ্কা বিজয় কাহিনী শোনা হয়েছে অনেক
এবার আত্মরক্ষার্থে আসুন, প্রত্যেকদিন
একটা করে চারাগাছ পুঁতি
বেড়ে বেড়ে একদিন সেই চারা, বৃক্ষ হবে
নিঃশর্ত ছায়া দেবে অসংখ্য মানুষকে


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন