কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ১ জুলাই, ২০১৯

জয়া ঘটক




না-নাগরিক 

স্থির জীবন। দীর্ঘশ্বাস রাখা যায় না। 
ডিটেনশন ক্যাম্প। কন্টকময় মানুষ। লক্ষ্য অল্প শান্তির সহাবস্থান। বিষাদের স্বাদ তেতো। তবুও  এই অসময়ে তাই অমৃত। ভবিষ্যত অজানা। 
তবুও স্বপ্নে আসে গরম ভাতের গন্ধ। আর শান্তির ঘুম।


আশা

পুড়ছে জীবন। পুড়ছে স্বপ্ন। 

জীবন এখন দিশাহারা। তবুও 
বেঁচে থাকবে মানুষ। এই আশাতেই 
বুক বাঁধা।


অভিসার 

গন্তব্য পথ খুঁজতে খুঁজতে বারবার ফিরে আসি এক অসতর্ক  বিষুবরেখায়। সমুদ্রের উত্তাল ঢেউ খেলা করে বুকের ভেতর। বেলাভূমি ধরে আর হাতে হাত রেখে দীর্ঘ পথ পাড়ি দেওয়া হলো না। 

এই যে মৃত্যু সাজানো জীবন একে  ডিঙিয়ে  আর  আসা হলো না তোমার কাছে!

অথচ সমুদ্র অভিসারী হতে চেয়েছিলাম আমরা দুজনেই!



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন