কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

সোমবার, ১ জুলাই, ২০১৯

কবিতা জান্নাত




বৃষ্টিপুর

বহুদিন পর দেখা হল এই ভোর
বৃষ্টি আহা বৃষ্টিতে ঝরঝর

কলম নামের কেউ উঠে আসে হাতে
দুটো লাইন গাঁথা হয়েছিল মাঝরাতে

কবিতার সাথে বৃষ্টির লুকোচুরি
বৃষ্টি আহা বৃষ্টির প্রেমপুরী

ভাসিয়ে ডুবিয়ে গরমের হাঁসফাঁস
মধুর ঝরনা ভাবনার জমি খাস

বৃষ্টির রঙ কপালে আবীর মেখে
গাছেরা মাছেরা মুগ্ধ পৃথিবী দেখে

আমিও দেখি তুমি এসময় ঘুমে
স্বপ্নে বালিশ অবিরত যাও চুমে

তোমার চুমুতে বৃষ্টির কথা লেখা
বৃষ্টির গান বৃষ্টির কাছে শেখা...


ক্রান্তিকাল

নিদ্রা নিঙড়ে নেবার পর
জেগে থাকা ক্লান্তিটুকু পুঁতে রাখি--
সম্পর্ক-সমাধির একপাশে
ঘাম কিংবা চোখের নোনাজল
এসবে তফাৎ নেই...

অনুভবের কম্পন জমা রাখি মনন মূদ্রায়
কিছু তো আছে তাতে
ক্রান্তিকাল কায়া
খেয়া পারাপারের পারানি যেমন
ভগ্ন নাওয়ের ফুটোতে চেপে রাখে হাত
আগত আগামী জমা রাখি
ঝড়ের আগাম সংকেতে

পথের উপর কালো দাগকে সাপ মনে করে
বাড়ি ফিরতে দেরি হলো ঢের...


আবর্তিত

ছুঁতে পারছি না তোমার স্পর্শ হে নিস্তব্ধতা
আকর্ষি য়ে জড়ানো অস্থিরতা
আঙুলের সঙ্গমে যে কলম তার নিবে লেপে আছে চিরহরিৎ ঘাম
লেখনি বেপথু হবার পথে আবর্তিত প্রায়...
যেমন বৃত্তের আলিঙ্গনে জড়ানো বৃত্ত
প্রেমালিঙ্গনে চতুরতা
মাছির গোঙানিতে মাতোয়ারা চেনা জানা
গড়িয়ে পড়া ভুলের ঝনাৎকার
হ্রস্বস্বরে হারানো স্বরলিপির কাতরতা...

ছুঁতে পারছি না তোমার স্পর্শ হে প্রিয় ভোর
দূরে ঠেলে দেয়া অক্ষরের অহংকার ঝেড়ে
নিকোটিনের টানে কেবল ধোঁয়া আর ধোঁয়া...
ঠোঁটের কিনারে চোটের বাড়াবাড়ি
দাঁতে চেপে ধরা ঘা থেকে গড়িয়ে পড়ে কাল, মহাকাল...



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন