কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

রবিবার, ৪ নভেম্বর, ২০১৮

তৈমুর খান




বাসরবাগান

সব ফুল ফুটবার আগেই
সৌরভ এসে উপস্থিত হয়েছে বাগানে
ফুলের দিকে তাকালেই
                      জড়িয়ে ধরছে হাসি
                             স্বপ্নের সেই পেলব পাপড়িগুলি

এক একটি ইংগিত ডাকছে আমাকে
আগাছার ভিড় ঠেলে
লতানো গাছের বাহু ঠেলে
                          এগিয়ে চলেছি

আজ ঘাসে ঘাসে শয্যা পাতা আছে
পাতায় পাতায় আশ্চর্য কাহিনি...


সৌজন্যে

কোথাও কোথাও পরমজনেরা থাকে
                         দেখা হয়
                         তাদের সৌজন্যে আহ্লাদ পাই আমি

দুঃখের ঘষা ঘষা দাগগুলি
               মুছে ফেলি
                আর ক্ষত স্থান জুড়ে রক্তজবা ফোটাই
                                        
শোকের ঝরনার তীরে
                    কুসুম কুসুম সকাল হলে
           আনন্দের প্রতীক্ষায় রোদ খুঁটে খাই


জলজ

নিজেকে ব্যঞ্জনা ছাড়াই তোমার কাছে উপস্থিত করি
আমাকে স্পর্শ করো

বয়স কি গোখরো সাপ ছুঁলেই ছোবল দেবে ?

শ্যাওলা সরিয়ে দ্যাখো, স্নিগ্ধ জলের তলায়
আমারই নিভৃত অঙ্কুরোদ্গম...


                              







0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন