কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ১৪ জুন, ২০১৫

কাজল সেন

আরও কিছু অক্ষর

এই সাদা পাতায় এখন
আরও কিছু অক্ষর লেখা হবে
পাতার মাথায় মায়ের ভালোবাসা
পাতার পায়ে বাবার ভালোলাগা
এবং এভাবেই আরও কিছুটা দুধ
ও দুধের ভাঁড়ারের কথা

যারা নদী বেয়ে উঠে এসেছিল পড়ন্ত বিকেলে
তারা বয়ে নিয়ে এসেছিল সামুদ্রিক নুন
ডাব গাছের খেলা জমিয়ে দিতে
জানু পেতে বসেছিল সদর দরজায়

কোনো উৎসবের দিন ছিল না সেদিন
শুধু সাদা পাতায় আরও কিছু অক্ষর লেখার দিন
দুধের ভাঁড়ারে অপর্যাপ্ত দইয়ের আখ্যান
আর অগ্রন্থিত সামুদ্রিক নুনের যশোগান

একটা একটা করে ঝরে পড়ছিল পাতা
সেই নিমগ্ন সন্ধ্যায়
মা ভালোবাসার কথা বলেছিল
বাবা বলেছিল ভালো্লাগার কথা
রাতের আকাশ ডুবেছিল
আরও কিছু অক্ষরের নিখাদ নগ্নতায়



হুল্লোড় কিশোর

বিকেলের সম্ভ্রমে
ব্যক্তিগত রাস্তায় সটান দাঁড়িয়ে আছে
লাল নীল ক্যাটরিনা আলো
শহরের সব ইন্দ্রজিৎ
ফুটবল মাঠ
হুল্লোড় কিশোর

কোন্‌ বাসবদত্তার প্রতীক্ষায় ছিলাম আমি এতদিন
একটা টাটকা শিমূলের ডালে আয়েসী নক্ষত্রের দিনযাপন
অথচ তাকে বলা হলো না কোনো নম্র মন্তাজের সংলাপ
রূপকথায় জড়ো হলো না রূপসী রাজকন্যার রূপোলি কেশদাম
একটা সহজাত সম্পর্কের টানাপড়েন
একটা সমবেত উদ্ভাসিত শীৎকার

বিকেলের সম্ভ্রমে
আধুনিক জলসায় আরও নিবিড় হয় ক্যাটরিনা আলো
বাসবদত্তার নামে লেখা হয় অসহজ পাঠ
ইন্দ্রজয়ের কথা ভুলে ব্যক্তিগত রাস্তায় সটান দাঁড়িয়ে থাকে
শহরের সব ইন্দ্রজিৎ
ফুটবল মাঠ
হুল্লোড় কিশোর





0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন