কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

রবিবার, ১৪ জুন, ২০১৫

মলয় রায়চৌধুরী

নিঃসঙ্গতা

কাচের গেলাসে জল শুকিয়ে শুকিয়ে শুকিয়ে
শাঁখা ওপর থেকে তলায় নেমেছে
জানি না কিসের লতানে গাছ
সাজানো বাগানের পরের স্টপ থেকে এনেছিলিস
কয়েকটা হলুদ পাতা ঝরে পড়েছে টেবিলে
গ্রিলের বাইরে ডগা বের করে
অবন্তিকাতোর অপেক্ষায়

আউটসাইডার

আমি বহিরাগত নই
মানে 'আগত' নই
ভেতরে যাই- নি
বাইরেই আছি, থাকি--
সন্ধিক্ষণকালের
আউটসাইডার

পদ্মার ইলিশ

পদ্মার ফেরিঘাটে ভাজা-ইলিশ বিক্রি হচ্ছে
দেখতে পাচ্ছি জলে ডোবানো তোর
পঁচিশ বছর আগের পা-দু'খানা, অবন্তিকা,
আমি কখনও পদ্মার ইলিশ খাইনি
তোর নিঃশ্বাসে যেটুকু আঁশটে
নদীর ঢেউ উঠে নেমে গিয়েছিল

চে গ্বেভারা

বলুন তো চে গ্বেভারা
চাষির সুপক্ক-ধান
তাও এক প্রান্তিক চাষির
মাঝরাতে কেটে নিলে কারা 
কপালে ব্যাণ্ডেনা-বাঁধা কোন বিপ্লবীরা
টি-শার্টে আপনার সেই বিখ্যাত ছবি!

কলকাতা

খেলছে নরমুণ্ড নিয়ে দুটো দল, ফুটবল
মারছে ফ্রিকিক কর্নার বাইসিকেল কিক
নৃমুণ্ড হাসছে চেঁচিয়ে নেচে ওপরে হাওয়ায়
কামড়ে ধরছে টুঁটি, ছিঁড়ে ফেলছে কন্ঠনালী
মাদি-মদ্দা দুইদল ল্যাংটো খেলোয়াড়দের--
যতক্ষণ খেলা চলল এক-এক করে
সবকটা খেলোয়াড় ঘাসেতে লুটিয়ে পড়ল আর
মাঝমাঠে বাউন্স খেয়ে-খেয়ে
অট্টহাসি হাসতে লাগল মানুষের কাটা-মুণ্ডখানা


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন