কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ১৪ জুন, ২০১৫

নীলাব্জ চক্রবর্তী

ওয়াগন টিপলার


স্নান করতে করতে
আমি খুব ওয়াগন টিপলার দিন দেখি
আর
ক্রমে দেওয়ালে এসে লাগে
ঢেলে যাওয়া রোলকলের গুঁড়ো অক্ষর
তার লোড আর মোমেন্ট
যেখানে দাঁড়িয়ে কাজ করছে
তবু আলাদা করা যাচ্ছে না
সুতো হারানো সকাল

সে এক লিনেন হয় প্রকৃতি ফ্রকৃতি নিয়ে
ভাবি
চশমায় মুছে কীভাবে যাচ্ছে ব্যক্তিগত ব্রডস্ট্রীট

এভাবে রাষ্ট্র আর প্রতিষ্ঠানের কথা
এভাবে চটকল শ্রমিকের কথা
আমি খুব স্নান করতে করতে


ক্যামেরা


ক্যামেরায় ক্রিয়াপদ উঠছে
সমাজ সমাজ আলো
হ্যালো পড়ল ফোকাসে

স্পেস দাও

দ্যাখো

আড়াআড়ি ফ্রেম করা
ভাষার বাইরে কিছু বরফ হলো
আর শব্দের ছুটি
এই রোদ এই ব্রাশফায়ার পাতার জলপাই


সাঁতারের ক্লাস থেকে


ভেসে থাকার চৌকো অনুভূতিগুলো
দাগ কাটছে আঙুলে
ফর্সা বোতাম লাগিয়ে লাগিয়ে
উঠে আসছে লাল নীল মেয়েরা
অ্যালবাম থেকে ফিরে যাওয়া রাস্তায়
গাছেদের গায়ে গায়ে ওয়ার্কস্টেশন

যে কোনো চিহ্নই তখন হরফ
আর অনুবাদ করে রাখা ভারী ফ্যানা জুড়ে
সাদা কালো সিঁড়ি

ঝরে পড়ছে শহরতলীর স্লো মোশান


2 কমেন্টস্: