কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

রবিবার, ১৪ জুন, ২০১৫

বারীন ঘোষাল

আমার গুলিয়ে যাচ্ছে

যে রাতে বৃত্তকে খুলে লম্বা পাট করা হচ্ছিল
গণজোছনায় রেখানো যেদিন
                    সরলরেখারা গুটিয়ে যাচ্ছে
পাকদন্ডী বেয়ে রোদ
                   ডিঙ্গোতে পারি না

গ্রেট
    অতি গ্রেট
সেই অবলা গলায় উটগ্রীব
সেই অমর রেখারা সুলতার গায়ে জড়িয়েছে
হানি বানি হানি বানি চকো চকো ...... কে যেন গাইছে আড়ালে

       চোখে আশ্নুহানা
             লোকাল মেয়েরা
             টোল গালের শিশু
             পুরনো দলের লোক
             গাড়ি চালানোর দিন শেষ
             ব্রেক
অডিও     বিলাওল     আমার গুলিয়ে যাচ্ছে




অপশন অপশন

সাদা গন্ধের ফুল
       স্ত্রীমায়া ফোটানো বাড়ি
                 স্বপ্নের আইপড
ঘুমপাড়ানীর ফেউ

পরেরটি
            শূন্যের উল্কি লটকানো
            দুজনের ভেজা কাপড় বদলানো হচ্ছে

বাইরে   ::  ---   ট্রাফিক জ্যাম – ব্যাকফায়ার – লাল ধোঁয়া -- গোধূলি
ভেতরে  ::  ---   রান্নার প্ল্যান – ফুল আঁকা পোছা – টেবিল – আয়নারা

অপশন অপশন

         একটি যুবক চাই     একটি যুবতী

 কীভাবে মরুকগে মরুগা থেকে গামরু বেরিয়ে এল
সরুপথের শব্দসব
এই যে মোমালো রিয়ার রসিকতা
নবী নবীন ধানসিড়ি রঙ
সূর্য

লিখে যাচ্ছি সেইসব যা যা থাকবে না





0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন