কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

রবিবার, ১৪ জুন, ২০১৫

সোনালি বেগম


খনন

উত্থান-পতন বিশাল মানচিত্র আলো-অন্ধকার
প্রেম-অপ্রেম উৎসব মহা-নীলাকাশ অভিঘাত।
খনন আবিষ্কার আত্মপ্রশ্ন অমল আলোকবর্তিকা
প্রতিফলন প্রতিসরণ দৃশ্যমূর্তন মগ্ন আবেদন
মূর্ত-বিমূর্ত মনোকথন তিক্ত-মধুর পার্বণ
বৃহত্তর বৃত্তে মৃত্তিকা-গভীরে জাগে নতুন শস্য।
আক্ষর-আন্তর সত্য-অসত্য সমাহার
সংরুদ্ধ নিয়তি সর্বব্যাপী বিবর্তন
নক্ষত্র-আলোয় দুরন্ত ডাক-তরজমা ইশারা
স্বর্গ-নরক পাপ-পুণ্য অসীম নির্জনতা
মহাপৃথিবীর প্রান্তরে উন্মীলিত স্তরপর্যায় উদযাপন।



সতৃষ্ণ নয়ন

‘ঋত’ মানে বিশ্বের নিয়মানুবর্তিতা নৈতিক এবং জড়জগৎ
সূর্যোদয় প্রবাহিত নদীর স্রোত বৈদিক কবিদের গান
‘দ্বাজ’ মানে জারজ সন্তান লালিতপালিত অনাথালয়ে
উত্তাপ আগুন মেঘমুক্ত আকাশ ঘুম আসে না
অবাক পৃথিবীর গাছপালা জীবজন্তু ঝরনার জল
বিস্তীর্ণ ধানজমি কোথাও হিংস্র প্রাণীর হুংকার
রক্তাক্ত ঝোপঝাড় শিরদাঁড়ায় শিরশির সীমান্তপার
গাছেদের ভাষা শেয়ালের গর্ত ময়ূরের ঝলমলপেখম
পারুয়া, রুপাই, মাকাল ---- নানান বাঁশঝাড়
সতৃষ্ণ নয়ন শিমুল অশ্বত্থ বট রন্ধন-আগুন-কাঠ
শুকনো পাতার ঘর, জলাশয় উঠোন, জংলি পানগাছ



ভূমিকর্ষণ

ধারাবাহিক পঙক্তির পর পঙক্তির উদ্ভাস
পরিশীলিত আত্মমর্যাদায় বিশ্ববেদনার সুর একাকার।
শিখর-গৌরব কর্মসমতলে ভূমিকর্ষণ জন্মসূত্র
রাগ-রাগিণীর ঐশ্বর্য আদিগন্ত মুগ্ধ বিচরণ।
চঞ্চল দোলায় সৃষ্টি-লয় পূর্ণ-অপূর্ণ খেলা
দুর্গম পথ খন্ডিত-স্রোতে মরীচিকা-অন্বেষণ
কল্পনারং বাসনাপূরণ উৎস-শূন্য ক্যানভাস।
কুন্ঠা সন্ত্রাস ভক্ত-ভগবান অনন্ত-আকাশ সন্ধান
আত্মবিলোপ ব্যক্তিস্বরূপ নিঃশেষ সমুদ্র-মন্থন
চমকপ্রদ অপার্থিব সুখ অকূল-প্রান্তর ইঙ্গিত
উন্মত্ত বাতাস বজ্র-হুংকার জীবনপথে –পথেই।
 




  




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন