কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪

০২) অনুপম মুখোপাধ্যায়



গীতাপদাবলী : একটি পুনরাধুনিক কবিতা


অনুপম মুখোপাধ্যায়














লোহার ডগা। মালতী
ছে। মাধব
দেহে স্নেহে
আটকানো
কালিমালিপ্ত ফাগ
কিসের
ঝলক
খুলে যাচ্ছে kiss-এ
?
পদমহাবলী। দ্রুম্
যথা
ছোট নয়
ধুস্! কী লিখছি। লিরিক। ছিরি হাতি আর
রসায়ণএকসঙ্গে যাচ্ছে। আবার যাচ্ছে না। মিণার
উঁচু হচ্ছে। ভার্টিগো। স্পর্শ কোথাও থাকছে নাতাই
ফুটোতে নোলকে
এ কি অকথিত
দিশা। লম্বা থাকছে
কুরুভূমিচেরা
দাগ
বাঁশি-বন্দুকে
রাগ
পূর্বরাগ















1.    Krishna and Radha, Gita Govinda series, Pahari School, Himadel Pradesh, 18th C
2.    unknown
 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন