কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪

২৬) সুমন্ত চট্টোপাধ্যায়



সুমন্ত চট্টোপাধ্যায়


ন্যাংটাভাইটিস

ছোট ভাই বড্ড লিবার্যাগল,
পোশাকে আবদ্ধ হওয়াটা
ওর ঠিক পোষায় না-
খুব চাপে পড়লে
বর্ষাতিটা নেহাত ফ্যাশনের জন্য।


মনের মতো জটিল
যত ফতোয়ার গলি ধরেই
ফ্রস্টের হাফ-এস্কেপিজম্
সেই নমনীয় বার্চের দেশে
একবার ওঠার একবার নামা-


ধিক্কার-সমালোচনা-টমালোচনা
না থাকলে উন্নতির বাইপাস বন্ধ,
তাই তো ফ্যালিক সুখের তাগিদে
নির্লজ্জের মতো লড়াই করা
ছোট ভাই বড্ড লিবার্যাগল।






জোকার

অডিটোরিয়াম উপচানো বিনোদনের ভেতর
তলানি জমছে কোথাও
রঙচঙে সঙ সাজা গ্লাস।
খেয়ালে চোখ যায় না
বিনিদ্র স্ট্রীটলাইট নিচে
কিছু ঝুপড়ি গজানো আঁধার।
এভাবেই চুপিসাড় শ্যাওলারা
পুকুরের দখল নেয়
বুকের ঝিল জুড়ে কচুরীপানার
আকাশ ছেয়ে যায় বিতৃষ্ণা
দিনের আলো হাসাতে হাসাতে
ছুরি তুলে নেওয়া রাত


আপন হাসিটুকুর জন্য ...






ভূতযান


বহু বছর পর জীবনের সাথে দেখা
চায়ের আসরে,
বদলে গেছি দুজনেই!


নিজেদের হালহকিকত নিয়ে আলোচনা
বেশ কিছুক্ষণ,
তারপর একটা-আধটা করে
ভূত ছাড়তে শুরু করা
আমায় অবাক করে দিয়ে
সে মানিয়ে নিল ওদের,
শেষে আস্তিনের ভাঁজ থেকে নিজেও
বার করলো কিছু!


একটা সময় স্পর্শ থাকে না একটুও,
সবার চোখে ছায়া বোনা
ভূতযান হয়ে চলাফেরা করে।






0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন