কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪

১১) সৈকত ঘোষ



সৈকত ঘোষ


ওভারডোজ ১১
আশ্চর্য একটা তাগিদ| সূক্ষকোণ থেকে স্থূলকোণে প্রেমের  
প্রতিসাম্যতা খোঁজে| এখন অপেক্ষা একান্ত ব্যক্তিগত  
ভেন্টিলেশানে শুয়ে থাকা জীবন দ্মবেশে পূর্ণ করে বৃত্ত|  
আজ মেঘের জন্মদিন| শহুরে হওয়া আরো নির্বিকারে ছড়াচ্ছে পাপ...

শান্তি-শীর্ষক প্রবন্ধে আপনি লিখেছেন প্রত্যেকটা বিনিময়
লিটমাস পরীক্ষায় হাত থেকে হাতে ছুয়ে যাচ্ছে শান্তিজল

হিমযুগে জমাট বাঁধা বিজ্ঞাপনের হাইলাইট


ওভারডোজ ১২
বিসর্গসন্ধি আপেলসূত্র মানে না, সেখানে ইন্দ্রিয়দশা প্রযোজ্য আমি হামাগুড়ি দিতে দিতে রূপকথায় পৌছে গেলাম একটা  ফ্লুরোসেন্ট রঙের আলো ধুয়ে দিচ্ছে শহরটা নক্ষত্রের একশ বিয়াল্লিশতম দশায় লেখা আছে গাছেদের জন্মবৃত্তান্ত আমি বুক ভরা শুভেচ্ছা পাঠালাম বাই পোস্ট

তোমার পকেটে সস্তার কচি মেঘ খিদে পেলে ওরাও কিয়ে ওঠে...





0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন