কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪

০৯) প্রণব বসুরায়


প্রণব বসুরায়


এই শোভা
মনে এসে বসে দূর পাখি
ধুলো নেই, চাঁদ মাখামাখি
রাত দিন এক হলো দেখি

বশে থাকে অলীক বাতাস
সুনয়নী দেখে রাজহাঁস
রাজা আনে হরিণ শাবক
এই শোভা নতুন পালক

ঘষা কথামালা
হাতে রাখি খোলা তরবারি, মাথায় আচ্ছাদ নেই
আমাদের ঘরে জ্বলে নিভু নিভু আলো, সারারাত
পোষ্ট অফিসের দিকে যে সড়ক যায়, পাহারাবিহীন
সেইখানে অবসরে জমা থাকে নিরুচ্চার ঘষা কথামালা
আমাদের
দুঃখগুলি স্ফটিকবিন্দু হয়ে কাচে লেগে থাকে অনায়াসে
আমাদের
খুশিক্ষণ হারিয়েছে দেখি কুয়াশার অনন্ত প্রসারে....

ছায়া ছায়া
কটা খোলা মাঠ...অগুনতি জনাগম। অনেকে চেনা জানা , অনেকে অচেনা,  অজানাও...

একটা সাদা বাড়ি। সীমিত সদস্য। চেনা সবাই সবার...

একটা নিভৃত কামরা। একা মানুষ। ঘরময় তার চেনা চরিত্র, দৃশ্যের ছবি,  যারা কেউ অন্যের অস্তিত্বের কথা জানেও না...

বায়ু বা আলো, তারা জানে?
সব লাগে যেন ছায়া ছায়া...সুনয়নী দেখে রাজহাঁস
রাজা আনে হরিণ শাবক
এই শোভা নতুন পালকসুনয়নী দেখে রাজহাঁস
রাজা আনে হরিণ শাবক
এই শোভা নতুন পালক

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন