কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪

০৫) বিতস্তা ঘোষাল



বিতস্তা ঘোষাল


স্বপ্ন চোর
গাছকে জড়িয়ে লতা
চুপি চুপি কথা বলে।
কী এমন কথা?
হৃদয়ে ঢেউ জাগে
পাখিরা গান গায়...

স্বপ্ন চুরি করে
ভালোবাসা ফেরি হয়ে যায়
আগুন লাগে পলাশ শিমূলে

পোড়া মন জীবনের প্রতীক্ষায়...



মন মহুল
ঝোড়ো হাওয়া সহসা ছুঁয়ে যায়
মন মহুল
গোপনতা ছড়িয়ে পড়ে ডালে ডালে
অনাবৃত বাহুর মতো...

চাওয়া পাওয়া উঁকিঝুঁকি মারে

অনেক হলো
ক্ষোভ নেই না পাওয়ায়।

এখন জোনাকির আলোয় পথচলা...



ছায়াপথ
হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি তারাদের দেশে
গল্পে গল্পে রাত পার করে
ফিরে এসেছি পুনঃ চাঁদের
বাঁধানো কক্ষপথে
বুঝেছি ছায়াপথ জুড়ে যে নদী
তার নিয়ন্ত্রণ আমারই হাতে
ঢেউ শুধু ঢেউ...

স্বর্গ খুঁজি না
ভালোবাসা খুঁজি
সেও বুঝি স্বর্গের দেবী।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন