কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪

১৮) ইন্দ্রনীল ঘোষ



ইন্দ্রনীল ঘোষ


দীর্ঘই

মীড় মাহিয়ার রেটিনা-কাটা ধান
তার অঘ্রাণ
এরোপ্লেন বানাতে বাধ্য করলো
যখন সব কটা কাগজে যাত্রী উড়ছে
তোমরা কবিতাকে চেনো
ওই যে প্রাচীন ফুসফুসের লম্বা ছায়া পড়েছিল
তোমরা সেই দীর্ঘই-এর ভাঁজ করা বুদ্ধকে চেনো
তার আঁখির হোঁচট হচ্ছে পিলসুজ

জ্বালিয়ে দাও জ্বালিয়ে দাও
যা কিছু দেখলাম এজীবনে




তুমি এসো

তুমি এসো এই মার্বেল ধ্বনি, টুকরো গীর্জা হয়ে যাচ্ছে অন্ধদের...
যেভাবে মাছের ভাষা ঘড়ি হয়ে দীর্ঘকাল হলো
চাপ চাপ রোদ জমে আছে শীত-মিলের
ভিতরে উড়ন্ত ওয়ার্কার
    বেরোতে পারছে না
শার্সি তুষার তার সাইরেন
কেউ শুনতে পাচ্ছে না
নিহত ধাতুতে সেই গন্ধ চিৎকার করছে দীর্ঘতা

আমি একটা ফোক-টেইল ধরাই
আগুন জ্বালাই
মকবুল শব্দের পাশে ভিখিরীর ছেড়ে যাওয়া উষ্ণতা
একই চপ্পল কেন বারবার স্বাধীনতার স্বপ্ন পায়ে দ্যায়?
শীতের মাছ জোট বাঁধে পৃথিবীর দিকে

এত মাছ, শারীরিক রাত হয়ে উঠছে জালে
সেই রাতে
তারাদের বরফ গুছিয়ে দিচ্ছ তুমি




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন