প্রমিতা ভৌমিক
ট্রামপেটের শব্দের পাশে
ট্রামপেটের শব্দের পাশে
নিঃসাড়ে শুয়ে আছে
এলোমেলো গালিচা বিছানো
ঘুম,
বেতসের গন্ধে ধুয়ে যায়
যাবতীয় বিরোধী আবেগ-
আমাদের আনত দ্বিধার স্বর
নিয়তির মতো পিছু-পিছু
ঘোরে
আর সমস্ত শর্তাবলী খুলে
রেখে
অর্ধেক ভালোবাসা বোঝো
তুমি।
নিছক বৃষ্টির ভেতরে হেঁটে
নিছক বৃষ্টির ভেতরে
হেঁটে
এতদিন আড়ালে রেখেছি
প্রিয় নগ্নতা-
আড়াল করেছি জলভারনত চোখ
অলীক, শুধু তোমাকে পাব
বলে
খুঁজে গেছি অচেনা সরীসৃপ
আর বেআব্রু ফণার ওপরে
জেগেছে একাকী দুপুর-
অবিরত আলোর মতো ছড়িয়ে
পড়েছি আমি
অলীক, বুকের ভেতরে তুমি
কাঁদো।
জন্ম থেকে মৃত্যু
জন্ম থেকে মৃত্যু
অথবা মৃত্যু থেকে জন্মের
শুরুতে
তোমাকে খুঁজেছি অলীক,
তুমি ঘ্রাণ হয়ে মিশেছো
হাসনুহানায়
অজস্র দ্রাঘিমা পেরিয়ে
নির্মাণ চেয়েছিলে তুমি-
তবে আর দ্বিধা কেন
মুহূর্তের জন্য শুদ্ধ
হও,
তোমার গভীরে আমি উদাসীন
থাকি।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন