কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪

০১) মৃণাল বসুচৌধুরী



মৃণাল বসু চৌধুরী


আলাদিন
সামান্য মিছিল নিয়ে
তোমাদের অশালীন তর্কের মধ্যেই
        অনুচ্চার ধ্বনির সন্ধানে
           উঠে গেল শব্দ সাধকেরা
আর প্রায় সঙ্গে সঙ্গে
            কাকমাথা ছ’জন যুবতী
            একসুরে গেয়ে উঠল গান
অবিশ্বাসী নখের আড়ালে
             জমে থাকা
যুক্তিহীন ঈর্ষার বারুদ থেকে
             ঝরে পড়ল বিষ
         জিভের আগুনে পোড়া
         বোধহীন কিছু উচ্চারণে
              ভেঙে গেল আশ্চর্য প্রদীপ

কোনো আলাদিন নয়
এবার কপাল ঘষে
শুধুই নিজের সঙ্গে নিজের লড়াই




দৌড়
আমায় ছুটতে দেখে
অনেকেই দৌড়ে এলো পেছন পেছন
কানাগলি চৌরাস্তা পেরিয়ে
সেতুর ওপর দিয়ে দৌড়তে দৌড়তে
তারা কেউ খেয়াল করেনি
             কোথায় কখন
        ঈদের আকাশ
             চাঁদ আর
        কামানের শব্দ নিয়ে
                আমার বিশ্রাম
অনর্থক
যারা শুধু দৌড়ে বেড়ালো
তারা কেউ
    মুখোমুখি   ফুটন্ত গোলাপ
                 বেলাভূমি
চিত্রময়          জীবন দ্যাখেনি

1 কমেন্টস্:

  1. অনর্থক
    যারা শুধু দৌড়ে বেড়ালো
    তারা কেউ
    মুখোমুখি ফুটন্ত গোলাপ
    বেলাভূমি
    চিত্রময় জীবন দ্যাখেনি - অসাধারণ অনুভূতি প্রকাশ

    উত্তরমুছুন