কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ৩০ মে, ২০১৪

১০) সোনালি বেগম

পরিবেশ

ভালোবাসার সুরক্ষা কবচ খুঁজতেই পাহাড় ছুঁয়ে দেখা
সাদা বরফ আর ঠান্ডায় জমে ওঠে পথঘাট
কম্বল জড়িয়ে কুয়াশায় প্রভাবিত যাতায়াত
হাওয়ার সুগন্ধে মটরশুঁটির কচুরি, এলাচ চা...
নদীর বুকে বাস উল্টে মৃত অসংখ্য পর্যটক।
হাসপাতাল-বিল্ডিং ধোঁয়ার সাগরে ভাসে নির্মমতায়
মৃত্যু-মৃত্যু এ গন্ধ নিয়ে তোলপাড় মিডিয়া --
সঠিক বিচার জন-জাগরণ মানবসঙ্ঘ চাই।
বুলন্দশহরে পঁচিশটি পাখির মৃত্যু ঘিরে হৈ চৈ
পোস্টমর্টেম চলছে যথাযথ
লুপ্ত প্রজাতির সারস হাতে চিন্তিত বনবিভাগ।
যমুনাজলে অক্সিজেন শূন্য
বিষাক্ত ভূগর্ভস্থ জল।
স্বচ্ছ পরিবেশ লোকপাল বিল মানবধিকার জোড়হাত
স্মরণে আসে সেইসব শহিদ মাতৃভূমির সন্তান।



খোলা-দরজার কপাট


শব্দের ক্ষমতা অর্জন দিনরাত প্রস্তুত অকস্মাৎ
বৈশালী মেট্রো ধরে রাজীবচক-- দিল্লি পৌঁছে যাওয়া
মিথ্যা রচনা নয় তোমার পূর্ণবয়স্কতা ভালো লাগে
ছদ্মবেশ কখনও নয় তবুও নতুন করে পাওয়া
নৃ্ত্যরত সাপ আর বাঁশুরি তরঙ্গিত বাতাস
মাটির উজ্জ্বল জলকপাট ছুঁয়ে ঝলমল লতাপাতা
সীমাবদ্ধতা নয় গাঢ় আলিঙ্গন শঠতা নয় কোনো
কৃষ্ণনীলবর্ণ প্রদর্শনী, হৃদয় গৃহীত চিত্র-অ্যালবাম।
অবিরাম খোঁজ ঠান্ডা-যুদ্ধ সঞ্চারিত সংস্কার ওড়াউড়ি
বিদ্যুৎ বর্ষণে চকিত বাচ্চাদের নিয়ে হতবাক দম্পতি।
জলের ওপরের স্তরে সন্তরণরত মাছ
মনের কাছাকাছি কখনও কি আসতে পেরেছি?
অসংখ্য প্রশ্নচিহ্ন ছুঁয়ে যায় সমুদ্র-কচ্ছপের পিঠ --
১২০ মিলিয়ন বছর প্রাচীন প্রজাতির সংকট।
খাদ্য-খাদক সমতার গান উচ্চকিত ঘর বারান্দা খোলা-দরজার কপাট

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন