কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ৩০ মে, ২০১৪

১৪) আইভি রহমান

নিঃশেষ

চোখের পাড়ায় স্বপ্ন স্বপ্ন স্বপ্নের উৎপাত
হ্যাঁচকা টান কখনো
কখনো চুম্বনে কুপোকাত
মাঝে মাঝে লাল লাল লজ্জা লালিমা
আচানক উবে যায় ভয় ডর কালিমা
আদরের ভাষা বুঝে নিতে নিতে ক্লান্ত
আদর কি জানে কেমনে চলে সে
কী ভয়ানক একরোখা দুরন্ত!
চোখের পাড়ায় মগ্ন মগ্ন মোহের জ্বালাতন
ঘোর লাগা তন্ময় আবেশ মন উচাটন
মাঝে মাঝে হাতে লাগে স্পর্শের পরশ
আচমকা জেগে ওঠে ঘুমন্ত সে আরশ
শুরু হয় তান্ডব তান্ডব কর্দমাক্ত ঘর্মাক্ত খেলা
সব শেষে পড়ে থাকে শরীরে শরীর ঘেঁষে
ফেলে আসা দলিত মথিত বেলা।



শূন্য শূন্য শূন্যতা

বেলা বাড়ে ঘুম ছাড়ে চোখের বিছানা পরিপাটি
মননের কঙ্কালে জমে থাকা অবসাদ হাসে মিটিমিটি।
অব্যক্ত দহনের তীব্রতা সাথে করে একা চলা
কত সহজ একান্তে বোঝা অথচ যায় না মুখে বলা।
দাঁড়ানোর চেষ্টা বারবার যায় বৃথা
চাঁদের আলো ফিকে লাগে, অসহ্য তিতা।
ঘুণ ধরা কঙ্কাল ভেঙে গুঁড়ো বার বার
শরীর ছাড়ে না তবু থামে না অত্যাচার।
পাগল পাগল সারাবেলা
পাষাণ নিয়তির নিঠুর খেলা!
নখের ভেতরে জমে থাকা রক্ত লাল
বার বার দেখায় ভাবায় সেই খুন উন্মাতাল।
ভালোবাসা খুন করে ঘুমোয় যখন শান্ত মন
ভালোবাসা উজাড় ঢেলে হাসে সবুজ বন।
ভালোবাসা খুন হলো যেদিন সেই রাতে
জানা নেই আত্মা রেখেছে হাত কার হাতে!
সেই করতলে নেই কিছু বাকি আর
সমস্ত বিরানভুমে পড়ে থাকে একাকী হাহাকার।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন