নগরপত্তন
নগর পালক ঘোষণা দিলেন, পথঘাট মুড়ে দেবেন শ্বেত মর্মরে,
থাকবে না কিছু পুরাতন, থাকবে না কিছু জীর্ণ এ শহরে।
এরপরে...?
নব্য ইতিহাস গ্রন্থের সদ্য ভূমিষ্ট অধ্যায়টি বিবস দৃষ্টিতে দেখে-
যন্ত্রদানব হাঁকিয়ে নগর সান্ত্রীরা
সভ্যতার গোড়াপত্তনের সাক্ষী হয়ে থাকা
প্রাচীন অশ্বত্থ বৃক্ষটি ফেলে দিলো সমূলে উপড়ে।
খণ্ড নগর
আস্ত একটা শহর লিখে দিলাম তোমার নামে
জমিও দামি।
আর তুমি সওদা করে নিলে কত কম দামে!
শাপিত নগরে
মেঘেদের দস্যিপনায় সূর্যও মেনে নিলে হার
আকাশটা ধূসর থেকে কালচে হয়ে ওঠে ক্রমশ।
বিগত দিনে জমেছে যে ধুলো পৃষ্ঠদেশের শিরায়,
জলস্পর্শ ধুয়ে দেবে সে সব।
আজ নামুক বৃষ্টি, ঝরুক অঝোরে,
তিরতির করে প্রার্থনা কাঁপে কচি ঘাসের ডগায়।
...কোনো এক কালান্তরি শাপে
...বৃষ্টি আসেনি
...জলবিন্দু পড়েনি ঝরে নগরীর কোনো কোণায়।
নগর পালক ঘোষণা দিলেন, পথঘাট মুড়ে দেবেন শ্বেত মর্মরে,
থাকবে না কিছু পুরাতন, থাকবে না কিছু জীর্ণ এ শহরে।
এরপরে...?
নব্য ইতিহাস গ্রন্থের সদ্য ভূমিষ্ট অধ্যায়টি বিবস দৃষ্টিতে দেখে-
যন্ত্রদানব হাঁকিয়ে নগর সান্ত্রীরা
সভ্যতার গোড়াপত্তনের সাক্ষী হয়ে থাকা
প্রাচীন অশ্বত্থ বৃক্ষটি ফেলে দিলো সমূলে উপড়ে।
খণ্ড নগর
আস্ত একটা শহর লিখে দিলাম তোমার নামে
জমিও দামি।
আর তুমি সওদা করে নিলে কত কম দামে!
শাপিত নগরে
মেঘেদের দস্যিপনায় সূর্যও মেনে নিলে হার
আকাশটা ধূসর থেকে কালচে হয়ে ওঠে ক্রমশ।
বিগত দিনে জমেছে যে ধুলো পৃষ্ঠদেশের শিরায়,
জলস্পর্শ ধুয়ে দেবে সে সব।
আজ নামুক বৃষ্টি, ঝরুক অঝোরে,
তিরতির করে প্রার্থনা কাঁপে কচি ঘাসের ডগায়।
...কোনো এক কালান্তরি শাপে
...বৃষ্টি আসেনি
...জলবিন্দু পড়েনি ঝরে নগরীর কোনো কোণায়।
Khondo nagor khub soondor,..bhalo laglo naki gulo pore,
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
মুছুনআপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
মুছুন