কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৪

২০) শুক্তি ঘোষ


বিক্ষত

যোনিপথ,
    জন্মপথ;
         যে পথে জন্ম-মৃত্যু
                 আসা-যাওয়া --

“তারে ডরায় না
         এ দিগরে এমন মরদ কুথা?”

অথচ
   সৃষ্টির মূল
         সেই আদি জন্ম উৎস,
কত সহজে --
    কী অশ্লীলতায়
         বিক্ষত হয়ে যায়!

উত্তরায়ণ
সূর্যের আলো গায়ে মেখে,
    ফিরে যাই তুহিন মুলুকে
ফেলে যাই
    নক্ষত্রজ্বলা রাত,
         সোনালি দিনের চুমো গালে!
সবুজের সোনা ছেনে
    দুই হাতে মেখে নিই নরম আবির
বিষুব রৌদ্রে স্নান করে,
    বুকের গভীরে নিয়ে হৃদয়ের, আবেগের ওম,
ফিরে যাই --
         জরতী ঊষার দেশে
             কুয়াশা চাদরে মুখ ঢেকে

চন্দনচিতা
চন্দনচিতায় আগুন ছোঁয়াও,
         কারণ আমি বাঁচতে চাই --
আকাশ চিরে বৃষ্টি ঝরাও,
    আমি যে তৃষ্ণার্ত;
        হিম কুয়াশার আবরণ সরিয়ে উষ্ণ হও,
                উষ্ণতায় জীবনের জন্ম!  
    আর্দ্র মাটির বুকে মুখ ডুবিয়ে দ্যাখো,
             ও তোমাকে আরো কিছুদিন মনে রাখতে চায়     
        




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন