কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৪

১২) সুবীর সরকার


শোকসংগীত


()
কারো কিছু যায় আসে না
অভিমানটুকু প্রাধান্য পেলেও
বাক্যগুলির দিকে তাকিয়ে
              থাকা

()
আপাতত নিরাপদ হাড়িয়া ম্যাঘের
                   নিচে
ভুবনমায়ার আলো
অপলক জলাশয়
সেপ্টেম্বরের পৃথিবীতে উজান দ্যাশের
                   পাখি

()
বহুচর্চিত বিষয় হিসাবে বৃষ্টি তো
আসতেই পারে! যেভাবে হোঁচট খেতে
খেতে তুমি। দূরের জঙ্গলবাড়ি, শুকনো
পাতায় আগুন। আর, আলতাঢালা
                 শোকপ্রস্তাব

()
রসদপত্র ফুরিয়ে গেছে
এবার হাড্ডাহাড্ডি লড়াই
সাফল্য নির্ভর করে
       কৌশলের ওপর
জীবনটা আ্যাণ্টিক্লকওয়াইজ
যোগসূত্রহীন বসে থাকা

()
বহুবিবাহের পথে হাতিজোতদার
মাছ ধরছে জেলেরা
গ্রাম্যনদীর জলে রাতডিঙা
প্রাথমিকভাবে লম্ফ
          জ্বলে

()
সব বেসামাল হয়ে পড়ে
খরাবন্যার দেশে ভাঙা
            ঢোল
সিদ্ধান্ত গৃহীত হলে   
দ্বিধাহীন মেনে নেব

(৭)
সাঁতার কাটতে ভালোবাসো, ভালো
                   কথা
দু’দণ্ড বিশ্রাম।
বারণ স্বত্বেও অনবদ্য
           স্টাইল

(৮)
দেখতে দেখতে ভিড় জমছে
পুরোভাগে কাদামাখা পাখিরা
নির্ভূল বৃষ্টিদিন, তীরের
           ফলায়

(৯)
আবেগের কোনো ব্যাখ্যা হয়  
                না
ঝুঁকে পড়ছে গ্যালারি
হাততালিহীন বেশ
           আছি
(১০)
জল্পনা সত্ত্বেও শিষ
অবসর ভেঙে ফিরে
           আসা
তোমার চোখ যেন
         চিরাগদান


 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন