সরস দ্বীপের খোঁজে
চলতি কারণে
মূল্যের রোপন বাহবা পেয়েছে
‘সাধু’ ব’লে
মাথা নাড়ে, হাতে বাজে মহাশয়গণ
আমিও
সুবাতাসবাহিত হয়ে ঘরে ফিরে আসি
মুখ
কষ্টচিহ্ণহীন, অকারণ হাসতেই থাকে
হা-হা হাওয়ায়
বসন্তের ফুল বৃষ্টি হয়ে ঝরে।
প্রকৃত এ রকম
হলে ক্ষেদের কারণ থাকে না
পরম্পরায়
নৃত্য-গীতের ঢালাও ব্যবস্থা চলে
সুরা থাকে,
রমণীরা না থেকেও থাকে যেন ঠিক...
এ অবস্থায়
কেউ কেউ আঘাতের অস্ত্র শানায়
গোপনে
অভিসন্ধিগুলি ফের জরিপ ক’রে রেখে
হাসি মুখে ফুল
দ্যায়, যাকে—সে নিশানা করেছে!
এই হার্দ্য
সভা থেকে সরে যেতে চাই বহু দূর
নিঃশুল্ক
ভনিতায়, পাশে রেখে আর্দ্র অভিমান
সরস দ্বীপের
খোঁজে জারি থাকে আকূল সন্ধান
যাপন চিত্র (২৮)
উপহারে স্বাদু ফল
স্পর্শের অতীত থেকে,
ফের
ফিরে আসে...
আমাকে বসিয়ে রেখে
চলে যায় স্বপ্নের আড়ালে
‘রোজ যে মরে, সে বাঁচেও প্রত্যহ’
এই ভেবে
বন্দর ছুঁয়ে থাকা
কত না সহজ হ'তে পারে...
উপহারে স্বাদু ফল
স্পর্শের অতীত থেকে,
ফের
ফিরে আসে...
আমাকে বসিয়ে রেখে
চলে যায় স্বপ্নের আড়ালে
‘রোজ যে মরে, সে বাঁচেও প্রত্যহ’
এই ভেবে
বন্দর ছুঁয়ে থাকা
কত না সহজ হ'তে পারে...
উড়ান
এসো, তবে ধাই, অসীম গগনে মেঘশ্রী থেকে যেতে
অতএব, আজ দেবোই উড়ান...
পাখা আর গতির ত্বরণ নিয়ে
তুমি শ্রী; নবান্নের ইশারা ছড়াও
নীলিমায় নীল মিহি শব্দে ভাঙে আকাশের ঊল্লাস
সেই দিকে আজ দিলাম উড়ান --
এসো, তবে ধাই, অসীম গগনে মেঘশ্রী থেকে যেতে
অতএব, আজ দেবোই উড়ান...
পাখা আর গতির ত্বরণ নিয়ে
তুমি শ্রী; নবান্নের ইশারা ছড়াও
নীলিমায় নীল মিহি শব্দে ভাঙে আকাশের ঊল্লাস
সেই দিকে আজ দিলাম উড়ান --
sakale uthei porpor tinte kobita prapti.prothom kobitai bhison bhalo legeche.uran kobita theke mone hochhe ek polatak kobor manos oujjwollo.aro likhun pranabbabu
উত্তরমুছুনধন্যবাদ শম্পা..."তুমি শ্রী; নবান্নের ইশারা ছড়াও"--এই ভাবনাই 'উড়ান' লিখতে তাড়িত করেছে।
উত্তরমুছুনGood
উত্তরমুছুন