কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৪

২২) ওয়াহিদা

মাশুল

হয়তো আড়াল স্বপ্নরা হাঁটাপথ পেরিয়ে
চিলেকোঠা ছুঁয়ে ফেলেছে...
জানি এবার চাঁদ ছোঁবে নিশ্চয়।
জোছনা ছড়াক গ্রহে গ্রহান্তরে;
তোমার বর্ণহীনতায় বর্ণময় হয়েছি মুহূর্তে।
এবার বসন্তে তুমি,
অথচ বিবর্ণ আমি;
তবু বলি ফিরে তাকিও না আর...
তোমার অনুভবী দুঃখবিলাস ঘুচুক এবার।
শুধু বলি ফিরে তাকিও না আর…
ফের না হয় রঙ চড়াব,
ফের না হয় পাল্টে যাব,
ফের না হয় কাঙাল হবো।
জানো না কি, তোমার সহজ গান মূর্ছা গেলে
মাশুল দিতে পারি একটি নক্ষত্রের উদাসীন হৃদয়!


খেলা

চিত্রকল্প পড়ে থাকে শিকড়ঘুমে
বুক বেয়ে ওঠে গোপন খেলা
দিনগুলির উষ্ণতা ঢেকে রাখে
একবুক আলিঙ্গন,
রঙ্গনগুচ্ছে সাজানো মুখগুলি
সূর্যের কাছাকাছি।


অট্টহাসি


ইতিহাস নতুন মুখ পরে
আয়নার সামনে
নকশাকাটা বিবেকে অবৈধ নীলছবি।
পতিত উল্কা,
উল্কা থাকে না আর
পুরুষতন্ত্রের প্রেক্ষাপটে;
আর দূরে শোনা যায় ইতিহাসের অট্টহাসি।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন