অনসূয়ার হেমলক্ সংস্রব
প্রথম ব্রাহ্মমুহূর্ত থেকে শেষটার মাঝে প্রোথিত রয়েছে
না জানি কতশত ব্রজলীলার ওয়াজিব অহং
ঐশিক মেহেকে অন্ধমন্ত্রমুগ্ধতার ওটকিস্তি
ওজস্বী আদরের চাদরে উষ্ণতা ভাঙছে সব পারদ
পৃথিবীকে আড়াল করে চান্দ্রায়ণোৎসেবী হচ্ছে রতিদ্রাবণ
সূর্যও সে ভেজা বৈদর্ভী প্রবালদ্বীপের পাতালে
শান্তিঘুমে আচ্ছন্ন হচ্ছে দুটো নগ্নশরীর... যুগ যুগ ধরে
নির্বাণোন্মুখ নির্বাসিত নির্ব্যূঢ় অধিকারগুলো
নির্ভয়ে চাইতে পারে না কোনো স্থায়ী শৃঙ্খল
শুধু উল্কাসুখের সুরায় বেহুশ হয়ে ভুলতে চায়
প্রতিটা অলীক হ্লাদন
রভস / ৪
স্বপ্নসুরা গিলে গিলে বানিয়েছি
তোমার প্রবঞ্চনা বিগ্রহ;
আর বরবাদ সময়গুলো জুড়ে জুড়ে
একটা অদৃশ্য রতিঘর৷
এসো বিষহরী,
শেষবারের মতো আরেকবার
তোমার তিলাঞ্জলি ঊরুসন্ধিতে
একটা ‘প্রিমাভেরা’ এঁকে দিই...
অবমর্ষণাপেক্ষা
অদ্রাব্য বিষাদেরা দ্রৌণীন্দ্রায়ুধের মতো প্রসারিত হচ্ছে
আমার এই পিঞ্জরাবদ্ধ ঘরের চিরায়মান দ্রোহে
প্রত্যেকটা মরমীকূপে জমে ওঠা বিনাশের ফাঙ্গাস
আর মাধুরীমল্লিকার অভিমান মিলেমিশে তৈরি হচ্ছে
নিশিদ্রোণ...
সমাজ আর প্রেমের যৌথ ছোবলে
একটু একটু করে যেন পয়মাল হচ্ছি ছিন্নপক্ষে
পৈশুন্য আমার রক্তে নেই... নেই কোনো রড়েচ্ছা
শুধু বিসর্জিত হচ্ছি প্রতিটা সময়ের বিস্ফোরণে
আর মুখ বুজে অপেক্ষা করছি আমার পিশাচজন্মের
প্রথম ব্রাহ্মমুহূর্ত থেকে শেষটার মাঝে প্রোথিত রয়েছে
না জানি কতশত ব্রজলীলার ওয়াজিব অহং
ঐশিক মেহেকে অন্ধমন্ত্রমুগ্ধতার ওটকিস্তি
ওজস্বী আদরের চাদরে উষ্ণতা ভাঙছে সব পারদ
পৃথিবীকে আড়াল করে চান্দ্রায়ণোৎসেবী হচ্ছে রতিদ্রাবণ
সূর্যও সে ভেজা বৈদর্ভী প্রবালদ্বীপের পাতালে
শান্তিঘুমে আচ্ছন্ন হচ্ছে দুটো নগ্নশরীর... যুগ যুগ ধরে
নির্বাণোন্মুখ নির্বাসিত নির্ব্যূঢ় অধিকারগুলো
নির্ভয়ে চাইতে পারে না কোনো স্থায়ী শৃঙ্খল
শুধু উল্কাসুখের সুরায় বেহুশ হয়ে ভুলতে চায়
প্রতিটা অলীক হ্লাদন
রভস / ৪
স্বপ্নসুরা গিলে গিলে বানিয়েছি
তোমার প্রবঞ্চনা বিগ্রহ;
আর বরবাদ সময়গুলো জুড়ে জুড়ে
একটা অদৃশ্য রতিঘর৷
এসো বিষহরী,
শেষবারের মতো আরেকবার
তোমার তিলাঞ্জলি ঊরুসন্ধিতে
একটা ‘প্রিমাভেরা’ এঁকে দিই...
অবমর্ষণাপেক্ষা
অদ্রাব্য বিষাদেরা দ্রৌণীন্দ্রায়ুধের মতো প্রসারিত হচ্ছে
আমার এই পিঞ্জরাবদ্ধ ঘরের চিরায়মান দ্রোহে
প্রত্যেকটা মরমীকূপে জমে ওঠা বিনাশের ফাঙ্গাস
আর মাধুরীমল্লিকার অভিমান মিলেমিশে তৈরি হচ্ছে
নিশিদ্রোণ...
সমাজ আর প্রেমের যৌথ ছোবলে
একটু একটু করে যেন পয়মাল হচ্ছি ছিন্নপক্ষে
পৈশুন্য আমার রক্তে নেই... নেই কোনো রড়েচ্ছা
শুধু বিসর্জিত হচ্ছি প্রতিটা সময়ের বিস্ফোরণে
আর মুখ বুজে অপেক্ষা করছি আমার পিশাচজন্মের
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন