কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৪

০১) বারীন ঘোষাল


পরীমান

মিটিং মিছিলে জলের ধোঁয়ারা জমে যাচ্ছে মাথার ওপর
বাষ্প থেকে হয়ে উঠতে মেঘের কোনো নেতা লাগে না
শুনতে রোমান্টিক লাগে       তাই না
                             কিন্নর থেকে যেমন কিন্নরী
ছুঁলে শুলে খিলখিলে বাস্পা নদীটি আরো খেলে মেলে যায়
আমি ততটা পারি না এখন

দূর থেকে দেখেছি লোকপ্টা নড়ার চেষ্টা করছে শুধু
ক্যামেরাই নড়ে চড়ে বাকিটা ম্যানেজ করছে
সিড়ির আকাশের মেঘে মেঘে বেলার গ্রিপ শক্ত হাতে ধরা
মেয়েমানুষের রোলে সিনারিও পাতায় পাতায়

এমন অপরীয়ানা সুলুক তাদের যে
                           পরীমান গোপনে লুকিয়ে হলো পরে
তোলা তার মদ পাতানো আড়ি বাড়ি ছল কপাটির ছাদ
মনোয়ারীকে নির্মন করে গেলা সিপিং গেরাম
                                            পাহাড় গড়ানো
যেন নড়বড়ে সিড়ি
                   আর আকাশের স্লাইড শো চলছে
কেবল ছাদটায় রেডি সেডি গো বলছে না কেউ
                                     যেন মরুক গে

বাংলু পিনা পিয়া তো
উট চলেছে মুখটি তুলে      ছায়ার কী
আকাশে কেউ থাকার জন্য আসে কি আর
পরীকে ভালোবাসে
                 ছিনিয়ে নিয়ে যায়

রূপকথাহীন কিশোরীর গায়ে বাড়ে অচেনা রূপক
আমরা বাংলা পড়ি বাংলায় খাই
আর ছবির মধ্যে গ্রামটাকে গড়িয়ে পড়তে দেখি

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন