কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / তৃতীয় সংখ্যা / ১২৩

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / তৃতীয় সংখ্যা / ১২৩

শনিবার, ২৫ জুন, ২০১৬

দেবাশিস মুখোপাধ্যায়

পুরনো বাড়ি

চেয়ারগুলো একলা 
বারান্দায় ঝুল
দেওয়াল রঙহীন 
তুলসীতলার মরাগাছ বুঝেও বর্ষা খাচ্ছে...

তানপুরা

তারকাটা 
একলা বিছানায় 
অপেক্ষায় 
অপেক্ষায়...

মেঘজামা

হাইটেনসনের ওপর 
বৃষ্টি আর রোদ আসার পরেও 
ঝুলতে ঝুলতে 
ছিঁড়ে টুকরো...

সমুদ্রভাষা

শেখাতে চাইল তরঙ্গ 
ডুব, নোনাজল, আঁশগন্ধ 
পা ভিজিয়ে 
শুধু ফিরে আসা আর আপশোস

প্রেমিকা তরু

তোমার পাতা সরিয়ে 
ত্বকে ঠোঁট ছোঁয়ালে 
তোমার রক্তের গতিবৃদ্ধি 
কান্ডে পা রেখে 
ফল পেড়ে খাই...



1 কমেন্টস্: