কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শনিবার, ২৫ জুন, ২০১৬

ভিসেন্তে উইদোব্রো

প্রতিবেশী সাহিত্য


ভিসেন্তে উইদোব্রোর কবিতা  
    

 (অনুবাদ : জয়া চৌধুরী)  



   
কবি পরিচিতি

চিলের সাহিত্যে আভাঁগার্দ শৈলীর প্রবর্তক ভিসেন্তে উইদোব্রো ১৮৯৩ সালে ভাল্পারাইসো শহরে জন্মগ্রহণ করেন। কবিতায় ক্রেয়াসিওনিজমো বা ক্রিএশনিজম রীতির সূচনা করেন তিনি। সংক্ষেপে যার উদ্দেশ্য, লেখার স্বার্থে লেখা, তা কখনোই কাউকে খুশী  করার জন্য নয়, এমনকী কবির নিজের মনোমত না হলেও। তিনি নিজে একে 'স্বাভাবিক নান্দনিক শৈলী'ও বলেছেন। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ 'একোস দেল আল্মা' বা  'আত্মার প্রতিধ্বনি', 'পাসান্দো ই পাসান্দো' বা 'বয়ে যায়, বয়ে যায়', 'আলতাসোর'  ইত্যাদি। ১০৪৮ সালে তিনি প্রয়াত হন চিলেতেই।  


Arte poetica  (কাব্যিক শিল্প)

স্তবকটি যেন একটি চাবির মতো হয়
যে হাজার দরজা খুলে দেবে।
একটি পাতা পড়ে যায়; কেউ উড়ে চলে যায়;
যতগুলি বানিয়ে তোলা চোখ দেয়ে থাকুক না কেন,
শ্রোতার আত্মা কাঁপতেই থাকে।

নতুন নতুন নীরবতা আবিষ্কার করো, তোমার শব্দগুলোকে পাহারা দাও;
বিশেষণ, যদি প্রাণ দান না করে, মেরে ফেলো

আমরা স্নায়ুর স্বর্গে আছি।
মাংসপেশি ঝুলে আছে,
স্মৃতির মতো, জাদুঘরে;
আমাদের কম বল আছে তার জন্য নয়ঃ
একটি সত্যিকারের বীরত্ব
মস্তিস্কেই বসবাস করে।

কেন কাঁদছ তোমরা গোলাপ, ওহ কবির দল!
কাব্যে ফুটিয়ে তোলোঃ
সূর্যের নিচে সব কটা জিনিসই বাস করে  
স্রেফ আমাদের জন্য

কবি যে একজন ক্ষুদ্র ঈশ্বর।


El espejo de agua  (জলের আয়না)

আমার আয়না, রাতের বেলা স্রোতধারা হয়,
ছোট নদী বানিয়ে ফেলে আর আমার ঘর থেকে দূরে সরে যায়।

আমার আয়না, এই ভূঘটের চেয়ে বেশি গভীর
যেখানে সব রাজহাঁসেরা ডুবে যায়।

প্রাচীরের গায়ে এটি একটি সবুজ জলাশয়
আর মধ্যখানে ঘুমিয়ে পড়ে তোমার নোঙর ফেলা নগ্নতা।

নিদ্রাহীন আকাশের নিচে, ওর ঊর্মিমালার ওপর
আমার স্বপ্নেরা জাহাজের মতো দূরে সরে যায়।  

পুচ্ছে দণ্ডায়মান থেকে সব সময়েই দেখি তোমাদের গান গাইতে।
একটি গোপন গোলাপ আমার বুক ফুলিয়ে দেয়
আর আঙুলের ডগায় একটি মাতাল নাইটিংগেল ঝাপটায় ডানা।









0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন