কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ১৪ আগস্ট, ২০২১

দীনেশ অত্রি

 

 প্রতিবেশী সাহিত্য

 

দীনেশ অত্রি’র কবিতা       

                        

(অনুবাদ : মিতা দাশ)

 


 

লেখক পরিচিতিঃ কবির জন্ম ৫ অক্টোবর ১৯৪৯ সালে, উত্তর প্রদেশের চাঁদোউসি স্থানে। শিক্ষাজীবনে তিনি বোটানি সাব্জেক্টে এম এস সি করেছিলেন এবং কর্মজীবনে অধ্যাপনা করেছেন হরি সিং গৌর ইউনিভার্সিটিতে। বর্তমানে অবসর জীবন অতিবাহিত করছেন মধ্যপ্রদেশে সাগর জেলায়। তাঁর কয়েকটি কবিতা সংকলন প্রকাশিত হয়েছে এবং কাব্যচর্চার জন্য অনেক পুরস্কার ও সম্মান লাভ করেছেন।      

 

দেশলাই

বাচ্চারা সাজিয়ে রাখলো

তির্যকভাবে একের পর এক

দেশলাইয়ের বাক্সগুলি যেন

... বাড়ি

 

একটার পেছনে একটা

সতেরোটা

বাক্স... কু - ঝিক - ঝিক

 

বাচ্চাদের দেশলাইয়ের বাক্সে 

কাঠি নেই যে জ্বলে উঠবে

ট্রেন, বাড়ি, ক্ষেত-খামার

 

বাক্সগুলি ভরা সরষে, গমের দানায়

কোয়মবটুরের রাজা কানে কালা

জোনাকি, তেলাপোকা, শঙ্খ-ঝিনুক

পছন্দের মার্বেল, প্রজাপতি, ময়ূরপাখা

রাক্ষসের মাথা

পাখিদের পাখা

আটার তৈরি পাখি

মাটির তৈরি পুতুল

পুতুলের গহনা

হনুমানের রাগ

আকাশ থেকে নামানো

চাঁদ-সূর্য, তারা

মন্দির মসজিদ গির্জা

কারখানার কল পুরজা

কারখানা তৈরি করছে কাঠি

কাঠি নেই বাচ্চাদের দেশলাইয়ে

দেশলাই ছাড়া কাঠি অসহায়

কাঠি ছাড়াই বা কতটা সম্পন্ন দেশলাই!

 

জুতো

ছপাক!

কিছু পড়ল?

কেউ পড়ল?

 

ডুবে গেল

তরঙ্গিত জল

আর কিনারায় রইল জুতো

 

না, কেউ ডুবে যায়নি

ডুবেছে যা সেটা হল পাথর

দেখালো ডুবুরিরা আর

ছেড়ে দিলো আবার ডোবার জন্য...

পাথর জুতো পরে না! 

 

খরগোশ

আস্তে - ধীরে

ক্ষর... ক্ষর...

 

রাস্তা পার করে

একটি কাগজের টুকরো

 

ট্রাকের নিচে পিষে একাক্কার 

যেন কাগজের টুকরো।

 

আওয়াজ

রোজই আসে আওয়াজ

নানান রকমের

পাখির

মেয়ের গুনগুন

বাসের হর্নের

জি নিউজ চ্যানেলের

বাসন পড়ার 

ফ্রিজের হঠাৎ বন্ধ হওয়ার

 

সকাল সকাল

ঝাড়ু দেয়া হচ্ছে 

আসছে ঝাড়ুদারের আওয়াজ।

 

হাসি

অন্তরীক্ষে পড়ে গেল পৃথিবী

পৃথিবীর উপর পথ 

পথের উপর ছিলকা

ছিলকার উপর মানুষ

মানুষের উপর হাসি

 

হাসি কতই না মুস্কিলে পড়ে।

 

বাচ্চারা তৈরি করল মেঘ

বাচ্চারা তৈরি করল মেঘ 

পাখি জঙ্গল পাহাড় 

সূর্য নদী আকাশ

প্রজাপতি ফুল 

 

ভরে দিলো হালকা উজ্জ্বল রঙ

একে আর একজনের উপর ছড়িয়ে

 

প্রথম প্রথম এইভাবেই তৈরি হয়েছিল

বোধহয় পাখি জঙ্গল আকাশ

প্রজাপতি ফুল

তৈরি করেছে বাচ্চারাই প্রথম প্ৰথম

 

বাচ্চারা তৈরি করেনি মানুষ।

প্রথম প্রথম বাচ্চারা যদি তৈরি করতো মানুষ!

বাচ্চারা কখন তৈরি করবে প্রথম মানুষ!

 

 

                

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন