কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শনিবার, ১৪ আগস্ট, ২০২১

জয়া ঘটক

 

কবিতার কালিমাটি ১০৯


রাতের গন্ধ

 

রাতও অপেক্ষা করে করে ঘুমিয়ে যায়। জেগে থাকে বুকে আগুন নিয়ে অতৃপ্ত বন্দর! নাভিতে জলের গন্ধ। দ্বিধাগ্রস্ত ইচ্ছেরা মেটাফোর মাত্র!

 

ঘর

 

স্মৃতিগুলো খড়কুটোর

মতো উড়ে আসে। তাতে

নিজেকেই খুঁজে মরি! 

 

পাই না তো খুঁজে!

 

কিন্তু

এমন তো কথা ছিল না!

 

অথচ যারা ফিরবে না বলে

বেড়িয়েছিল, তারা সবাই

ফিরে আসলো ঘরে!

 

আমার কোনো নির্দিষ্ট ঘর

নেই। তাই হয়তো ফেরা

হলো না আর!

 

জল

 

একমাত্র অশ্রুই জানে চোখের গভীরতা...

 

আর

 

শুধু সূঁচই জানে চোখের তীব্রতা...

 




1 কমেন্টস্: