কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১৩৩

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১৩৩

শনিবার, ১৪ আগস্ট, ২০২১

নীলাব্জ চক্রবর্তী

 

কবিতার কালিমাটি ১০৯


প্রিয় কাঁচ ভেবে একটা অনুভূতি

 

কেমন অনায়াস

একটা স্বপ্নের খুব ভেতর ভেতর

বহুবার

ফেলে দেওয়া

কচকচে শব্দগুলো

আরেকবার

কেটে রাখতে রাখতে

তোমার সাথে দেখা হয়ে যাবে

ফেনায়

ফেনায়

এইভাবে

শীতল

একটা অনুভূতি তৎসম হচ্ছে খুব

প্রিয় কাঁচ ভেবে

বানানো দুপুর খুলে ফেলছে পারদ

স্লো মোশান...

 

ধাতব এক ভ্রম

 

কোটর থেকে

ভাষা

একটা অভিমান

কার হয়ে রিপিট করছে

ব্লুস্কোপ জুড়ে জুড়ে

এই কাঙালতা

এই অবস্থান নামের ধাতব এক ভ্রম

যে ক্যামেরায় গল্প এসে পড়তে

একটা দূরত্ব

কাগজের কাছে চলে যাবে

সময়

রিফ্রেশ

শরীর একটা সম্বোধনের

ফ্ল্যাশব্যাক

গড়িয়ে

স্পষ্ট হচ্ছে এই পাথরের সিনট্যাক্স...

 

স্থির একটা দৃশ্য হয়

 

ড্রপ খাচ্ছে

ফ্রিজ করা নামগুলো

কাঁচি সম্পর্কিত নগ্নতায়

আপেক্ষিক শব্দটা নিয়ে

কেন

যে ভারী ফেনাগুলো

মিউটেড

একটা একটা বাক্য

মাফ করবেন

যে ক্রমে ভ্যালেনটিনা

স্থির একটি দৃশ্য হয়

ফ্রেম-বাই-ফ্রেম

ঝুঁকে

একবার

লো-অ্যাঙ্গেল থেকে

ভাঙা গান ফেলে রেখে গেছে...

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন