কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

শনিবার, ১৪ আগস্ট, ২০২১

প্রকাশ ঘোষাল

 

কবিতার কালিমাটি ১০৯


এক হত্যাকারীর সাথে

 

বারো সংখ্যার বিশেষণ।

প্রেমের আই ডি কার্ড ভাসছে গঙ্গায়।

ঘুরন্ত তাপমাত্রার কোন সিম্বল কিংবা স্বপ্নের দাগ দেখিনি আমি

তবু-

এক হত্যাকারীর সাথে গৌতম বুদ্ধের হাত মেলাতে যাচ্ছি সকাল বিকেল।

 

সরগম  

 

তরল পাখির ঠোঁটে ডিপ ফ্রিজের হাসি।

টেলোফেজ যাবার আগেই অনুচ্ছেদ ছড়িয়ে পড়ে রাস্তায়

 

ভর দুপুরে আজও কেউ নিরক্ষর পাতার শিরায়

লিখে রাখে বাঁশির সরগম।

 

কথা হবে  

 

রোগা পাপগুলো এখন দিব্যি নধর হয়ে উঠছে আজকাল

সবই রাষ্ট্র জনিত  মায়া।

সমর্থন পেতে শুধু কয়েকটা মাস - চরণ টু মরণ অনশন।

 

বাৎস্যায়নের বাজারে এখন না যাওয়াই ভালো

আরামদায়ক খুনকে কেউ কেউ অবশ্য বলতেই পারেন লৌহ শিল্পের উন্নত  ইতিহাস।

 

কাল দেখা হলে অবশ্যই বেশ্যার অধিকার নিয়ে কথা হবে।

 

 

 


1 কমেন্টস্: