কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ১৪ জুন, ২০২১

শ্রাবণী সিংহ

 

কবিতার কালিমাটি ১০৭


অপরাহ্নের ছোঁয়ায়

 

(১)

 

অপরাহ্নের ছোঁয়া দিতেই যেন কৃষ্ণচুড়ার আন্তর্জাতিকতা...

কিছুটা ঢেউ দিলেই ঘুম পায় নিমের হাওয়ায়

এলোমেলো চুল

হয়ে পড়ে

ঝড়ের পরবর্তী গাছগুলো...

 

(২)

 

একটি দুটি পরিযায়ী

হঠাৎ উড়ে গেলে

মন উদাস হয় বৈকি

ঘ্রাণ খুঁজে ফিরি

প্রিয় মানুষের

কত প্রেম কত অনুরাগ

বাসি হলেও উৎসব অনন্ত

 

ভেসে যেত যদি

 

প্রকৃতই সন্ধ্যারাতে

          গৃহস্থের আলো জ্বলে,

কাঁসর-ঘন্টা বেজে উঠলেই

তিমিরবিনাশ করতে ছুটেছে একটা জোনাকি,একা

                                   একামনের মত...

শুধু অযথার যাপনই যদি জীবন হত

অবান্তর কথাগুলি শখের নূর

অথবা একটি ক্ষমা, রুখে দিত চিলেকোঠার আত্মহত্যা

বন্ধ মনের  বাতিল ও গুমরাহ্‌

সব ভেসে যেত যদি

একদিন সব

 গজলডোবার জলোচ্ছ্বাসে...

 

ঋতু যদি বসন্ত হয়

 

যে নামতা মিশে থাকে নদীর আঁচলে

যে জীবনচরিতে

মিশে থাকে গেরিমাটি চিহ্ন, সুবাস

বৃত্তের আঙিনায় ঘোরে পথের ফসফরাস

 

যে বকুনিতে মিশে থাকে আদর-মাখা সোহাগ

যে সমস্ত না শব্দে প্রচ্ছন্ন প্রশ্রয়

 

যে পর্ণমোচীতে শিমূলফুল

ফুটছে তো... ফুটবেই, ঋতু যদি বসন্ত হয়

 

 

 

 

 


1 কমেন্টস্: