কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ১৪ জুন, ২০২১

<<<< সম্পাদকীয় >>>>

 

কালিমাটি অনলাইন / ৯১


গত শতকে পৃথিবীব্যাপী যাঁদের মহামারী বা অতিমারী দেখার দুর্ভাগ্য হয়েছিল, মনে হয়, তাঁদের মধ্যে কেউ আজ আর জীবিত নেই। এই শতকে আমাদের সেই একই দুর্ভাগ্য হলো। ইতিহাস পর্যালোচনা করলে জানা যায়, বিগত কয়েক শতকে যে পৃথিবীব্যাপী মহামারী হয়েছে, তাতে এক মহামারী থেকে পরবর্তী মহামারীর সময়ের ব্যবধান ছিল প্রায় একশ বছর। অর্থাৎ এই পর্যবেক্ষণ যদি মেনে চলতে হয়, তাহলে ভবিষ্যতবাণী করা যেতে পারে, আগামী শতকে আবার মহামারী দেখা দেবে মোটামুটি একশ বছর পরে। এবং এটাও নিশ্চিত, তখন আমাদের এই প্রজন্মের কেউ আর বেঁচে থাকবে না। অর্থাৎ আগামী মহামারী বা  অতিমারী দেখার দুর্ভাগ্য হতে পারে আমাদের পরবর্তী প্রজন্মের সন্তান-সন্ততিদের।

কিন্তু আমাদের মনে যে চিন্তাটা এখন ঘাই মারছে, তা হলো, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সারা বিশ্ব জুড়ে যে প্রায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে, মানুষের মৃত্যুমিছিল নিয়মিত চলেছে, কর্মহীন মানুষের বেঁচে থাকার আপ্রাণ প্রয়াসে নাভিশ্বাস উঠছে, অর্থনৈতিক মন্দায় বিভিন্ন দেশের অর্থনীতির মেরুদন্ড বেঁকে যাচ্ছে, মানুষের সঙ্গে মানুষের মেলামেশা রুদ্ধ হয়ে যাচ্ছে, এই অসহনীয় অবস্থা ও পরিস্থিতি থেকে কবে আমরা মুক্ত হব? আমাদের জীবনকালে আদৌ মুক্ত হতে পারব কি? হ্যাঁ, একথা ঠিক যে, এর আগেও বারবার পৃথিবীতে এই ধরনের দুর্যোগ নেমে এসেছে, মানুষেরা এইরকমই বিপর্যয়ের মুখোমুখি হয়েছে, কিন্তু তারপর আস্তে আস্তে একদিন পৃথিবী আবার শান্ত হয়েছে, মানুষেরা অস্বাভাবিক  জীবনযাপন থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাপনে প্রত্যাবর্তন করেছে। সুতরাং এটা নিশ্চিত যে,  আজকের এই দুর্যোগও একদিন কেটে যাবে। মানুষেরা বর্তমানের অচলাবস্থা থেকে ফিরে আসবে সুস্থ স্বাভাবিকতায়। কিন্তু সেই দিন আসতে এখন কত দেরি হবে? কবে আসবে করোনামুক্ত দিনের পৃথিবী? করোনার ছোবলে যারা ইতিমধ্যেই চিরতরে হারিয়ে গেছে, এবং এখনও যারা প্রতিদিন হারিয়ে যাচ্ছে, তাদের কিন্তু সেই সুদিন দেখার আর সুযোগ থাকল না। সেই অনাগত সুদিনে তারা কেউ উপস্থিত থাকতে পারবে না। এবং শুধুমাত্র তারাই নয়, আমাদের মধ্যে যারা, হয়তো করোনায় আক্রান্ত হবে না, অথবা আক্রান্ত  হলেও  আবার সুস্থ হয়ে উঠবে, তারাও সম্ভবত সেই সুদিন দেখার জন্য উপস্থিত থাকতে পা্রবে না। কেননা, করোনায় মৃত্যু না হলেও বয়সের কারণে স্বাভাবিক  মৃত্যুর মুখোমুখি হতেই হবে। এটা সবার জীবনেরই অনিবার্য পরিণতি। আর তাই মাঝে মাঝে ভেবে খুব হতাশ হয়ে পড়ছি, করোনার কারণে আমরা সবাই যে সুস্থ ও সহনীয় জীবন থেকে বিচ্যুত হয়ে অসুস্থ ও অসহনীয় জীবনে প্রবেশ করতে বাধ্য হচ্ছি, তার মধ্যেই আমাদের অনেকের বেঁচে থাকার বাকি দিনগুলো অতিবাহিত হবে। বিশেষত এখনও পর্যন্ত যেহেতু করোনামুক্ত আগামী পৃথিবীর দিনক্ষণ ঘোষণা আমরা শুনতে পাইনি।

সবাইকে জানাই শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা।

 

আমাদের সঙ্গে যোগাযোগের ই-মেল ঠিকানা :

kajalsen1952@gmail.com / kalimationline100@gmail.com

দূরভাষ যোগাযোগ : 9835544675

অথবা সরাসরি ডাকযোগে যোগাযোগ :

Kajal Sen, Flat 301, Phase 2, Parvati Condominium, 50 Pramathanagar Main Road, Pramathanagar, Jamshedpur 831002, Jharkhand, India.

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন