কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ১৪ জুন, ২০২১

শাহনাজ নাসরীন

 

কালিমাটির ঝুরোগল্প ৯৭


গ্রাফিতি

দেয়ালটিতে আগে থেকেই অনেক চিকা মারা আছে। তার পাশে ফাঁকে ফাঁকে গড়ে উঠছে কিছু টিনশেড।লিকলিকে বাঁকাচোরা কিছু মানুষ সবসময় জমে থাকে। মানুষগুলোকে একটু দূর থেকে দেখলে  মশার মতো লাগে। কাছে এলে বোঝা যায় এরা লাইন ধরে আছে বাসস্টপ, পাবলিক টয়লেট আর পানির ট্যাপের সামনে। দীর্ঘ সে লাইন রাস্তায় চলে যাওয়া ঠেকাতে জিগজাগ করে দাঁড়ানো। এছাড়া উপায় নেই। লাইনের পাশে যে রাস্তা সেখানেও একটির পর আরেকটি পরিবহন স্থির হয়ে আছে।

একটি লোক সাদা রঙ ঢেলে দিচ্ছে আর মুছে যাচ্ছে ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘কালো আইন বাতিল করো’ আরও সব প্রয়োজনীয় কথা।

আজ সাদার ওপর অদ্ভুত কিছু চিহ্ন গজাচ্ছে দেখতে পাই। একটি গাছ, কিছু ছেঁড়া স্যান্ডেল, চায়ের টঙের মতো একটা শেড। কিছু টোকাই-এর পিঠে বিশাল বস্তা।  কুড়োচ্ছে ছেঁড়া কাগজ, পানির বোতল, ফ্যালনা যতো যা। পাশেই কিছু মানুষ  আর  কুকুর গুটলি পাকিয়ে ঘুমাচ্ছে।

এখানে কী হবে জিজ্ঞেস করতে আর্টিস্টকে খুঁজি। আরও প্রশ্ন আছে। এই যে চিকা মারতাম আমরা কে তাকে দিলো মোছার অধিকার, তাও জেনে নেব তার কাছ  থেকে। কিন্তু কখন সে আঁকে, থাকে কোথায়, হদিশ জানে না কেউ।

শুধু প্রতিদিন গ্রাফিতিগুলো ভরে ওঠে কৃমির মতো কিলবিলে অসুস্থ মানুষে। আর আমাদের কথাগুলো ছবি হয়ে ওঠে।

 


 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন