কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

সোমবার, ১৪ জুন, ২০২১

জয়া ঘটক

 

কবিতার কালিমাটি ১০৭


ভ্রমণ

 

বিস্রস্ত ঘর। হিসেব কষা জীবন।

শুষ্ক এক নদী। নির্ঘুম রাত, আত্মার ছটফটানি। ভালোবাসা হাত বাড়ায়। শুষ্ক নদী শুধু অস্থি নিয়ে ঘুরে বেড়ায়!

 

খেলা

 

নাবাল জমিতে মরে গেছে একটি গাছ। উবু হয়ে বসে দেখতে গিয়ে ছড়িয়ে পড়ে সব অবদমিত কাম! যে গাছটি মরে গেলো তার শিকড়ে যে চুম্বনের দাগগুলো লেগেছিল, সে স্মৃতি ভুলো না!

 

তারপর তো সব অপার নৈঃশব্দ্যের খেলা...

 

লকডাউন

 

তোমাদের ধুলো ভরা রাস্তায় নয়। ঘরেরআচ্ছাদনের নিচে দেখতে চাই। মুখের গ্রাস যারা কেড়েছে, তাদের লাশ দেখতে চাই।

 

রেস্তোরাঁতে যারা মদ-মাংস ওড়াচ্ছে, তাদের মানবিকতার কবে যেন মৃত্যু হয়েছে!  তারাও হয়তো ভুলে গেছে না জানি কবে! শয়তানের অট্টহাসিতে

নয়, ধ্যানমগ্ন ঋষির প্রার্থনায় তোমাদের দেখতে চাই।

 

তোমাদের ঘাসফুলে, শস্যভরা ক্ষেতে, কারখানায় আবার হাসিমুখে বাঁচতে দেখতে চাই।

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন