কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ৪ জানুয়ারী, ২০২০

নীলাব্জ চক্রবর্তী


স্পর্শ

এঁকেবেঁকে কার কাছে
ওহ
শ্লীল একটা সন্ধ্যা আবার
কে হর্ণ দিচ্ছে
খোসা ছাড়াতে ছাড়াতে
এই ধাতুবোধের ভেতর
কাগজের ওপর কাগজ উঠে পড়ছে
চেকপোস্ট
বারবার
শরীর ভেবে
ভ্যালেনটিনা অক্ষরে চলে যাওয়া
একটাই দিন তবু অন্য একটা ঋতু
খোঁজ একটা ক্ষত হয়ে
খালি খালি
কাঁচেদের ঘরবাড়ি লিখছে...


একটা সাদা রোদ

প্লেনের ভেতরে একটা সাদা রোদ
ঘুমের ভেতরে
মাংসের খাঁচা
লাল রঙের নীল
গভীর
কার কথা
একটা সাদা রোদ
একটা শব্দ পর্যন্ত
স্নায়ু এক দৃশ্য হয়ে
গড়িয়ে
গড়িয়ে
সভ্যতার গায়ে এত তারিখ পড়ছে...


ফোকাস

স্মৃতি এক সরে যাওয়া কাঁচ
যতদূর এই স্পেস
ধীরে
প্রবিষ্ট হয় বিনীত শব্দটি
দ্যাখে
তোমাকে শরীর ভেবে ভাষা
ফিরে গেছে কবিতার ভেতর কার
খুব নির্লিপ্ত
মাথার ভেতর
একটা লোহার পাইপর‍্যাক
কার কথা
সেতুর ওপর একটা অমীমাংসিত দিন
চড়ে বসছে
একটা তীব্র ফোকাসের ভেতর...


2 কমেন্টস্:

  1. 'একটা' শব্দটা বারবার পেলাম। চঞ্চল চলন কবিতার মুগ্ধ করে।

    উত্তরমুছুন
  2. দেবযানী দি, খুব ভাল খেয়াল করেছেন। স্বীকার করলাম প্রথম বাক্যটি। আর... দ্বিতীয় বাক্যটির জন্য কৃতজ্ঞতা...

    উত্তরমুছুন