কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ৪ জানুয়ারী, ২০২০

তাপসকিরণ রায়


প্রতিবিম্ব

তোমার প্রতিবিম্বে ভালবাসা ধরে রাখা আছে--
যেখানে বিরহ আছে, জেনো, ভালবাসাও আছে।
নতুবা উড়ন ছু--ভালবাসা উড়ে যেতো আকাশে-বাতাসে। 
পরিয়ারী পাখিদের মেলা আবার উঠে আসবে--
আবার রঙ সাগরের গোধূলি এসে তোমাতেই মিশে যাবে!
হাজার সহস্র টুকরোগুলো আবার এসে মিলে যাবে,
আবার তুমি উঠে আসবে, তেমনি ভাবে তুমি উঠে আসবে।


চেহারাগুলি

চেহারাগুলি যেন মেলানো যাবে না--
চায়ের দোকানের ছেলেটা কী সুন্দর কবিতা লেখে দেখো?
রঙ দস্তুরের জেল্লায় মানুষগুলি হারিয়ে যাচ্ছে
অন্যদিকে নিভৃত জপমালা, চোখের আলোক বিশ্বায়ন!

আমার দূরে থাকা একটা পরিচ্ছন্ন মন
ঘুমিয়ে থাকতে থাকতে অব্যক্ত উচ্চারণ  
প্রকাশহীনতাই তো আসলে অন্ধকার।


সংক্রামিত দুঃখগুলি

দুঃখগুলি বড় ছোঁয়াচে ভরা--
অনায়াসে তা সংক্রমিত হয়ে যায়--
কী দুঃখে তুমি নির্বাক বল?
বিরহ তবু সয় সখী,  
প্রেমের ব্যর্থতায় বুঝি তুমি বাকহীন!
দুঃখগুলি দেখো ক্রমশ দুঃখস্রোতে মিশে যাচ্ছে।
দুঃখ থেকে শোকতাপ, ত্রাস-সন্ত্রাস,
অঢেল দুঃখে বুঝি তুমি নির্বাক হয়ে গেলে।



                             



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন