কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ৪ জানুয়ারী, ২০২০

রোশনি ইসলাম


উদযাপন   

ল্যান্ড অফ্ কেক্স’স্কটল্যান্ড
শুভ জন্মদিন শুভ নববর্ষ
কেক মোমবাতি কাগজের ফুল 
বন্ধু সমাগম নতুন অতিথি
দরজার কপাটে ভালোবাসা
শুভেচ্ছা বিনিময় কত আপন হর্ষ


খেলা   

দৌড় এক সীমাহীন পথ 
কখনও কখনও চোখের বিভ্রম
                          মরীচিকা।
ঝড় বৃষ্টি
বৃষ্টি-ফোঁটার চমৎকার নকশা
হৈচৈ
ছোটো ছেলেমেয়েরা কাগজ-নৌকার
                 প্রতিযোগিতা করছে


অ্যালার্ম   

ধেয়ে আসছে অ্যাস্টেরয়েড 
        পৃথিবীর বুকে।
অ্যালার্ম বেজে চলেছে...
ঘাসফুল বাতাসে দুলে উঠছে 
        ফড়িং প্রজাপতির ডানায় রং।
রঙিন ক্যানভাস
আরও একটু উজ্জ্বলতা খুঁজছে


দোলনা   

পাহাড় জলপ্রপাত
          রংবেরঙের পাখি।
গাছের শাখায় দোলনা
                         দুলছে।
এই আসা-যাওয়া
এই হাসি-কান্না
প্রকৃতি ছুঁয়েই 
খুশির হাওয়ার বন্যা।


বাজছে   

ডানাজোড়া খুলে রেখে বসে আছি
ঘরের এক কোণ থেকে অন্য কোণে 
             তৃষিত বর্ণমালার  ছটা।
কলিংবেল বাজছে
             বাজছে ঘুঙুর বসন্তবেলায়।


ম্যাজিক   

ম্যাজিকের অবাক করা মুহূর্ত 
নৈঃশব্দ্যের মোড়ক খুলে দেখি --
অপেক্ষমাণ  যাপন লাল-নীল রুমাল
ম্যাজিক-কার্পেটভালোবাসায়  গড়াপৃথিবী।


আলো  

সে নিঃশব্দে চলে গেল
             ছায়াও সরে গেল
রাতের অন্ধকারে 
             সীমাহীন পথ ধরে।
আকাশের দিকে তাকালো সে
নক্ষত্রগুলো জ্বলজ্বল করছে

আলো পথ দেখালো তাকে
              সে হাঁটতে থাকল...

পেন্ডুলাম   

হিমেল কুয়াশায় ভিজতে ভিজতে 
বাস ধরলাম। চাঁদের আলোয় 
তখন রামধনু রং। ঘড়ির কাঁটায় 
তোড়জোড় চলছে। যাওয়া-আসা।
মুক্ত পৃথিবীর বুকে সারি সারি দোলনায়
দুলতে দুলতে একদিন পেন্ডুলাম হয়ে যাই।










0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন