কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ৪ জানুয়ারী, ২০২০

উমাপদ কর


নিমিখ 
         

(বাংলাভাষায় হাইকুস্বাদ)


(২০৬)


হারানো গাছ
     খুঁজে পেতে সন্ধ্যা
শীত জোনাই


(২০৭)


সজনেফুল
   চালার টঙে কাক
মাধব-ভাষা


(২০৮)


নদীরা মাতে
    এক্কা দোক্কায়
শীতের থাবা


(২০৯)  


বিধবা বন
    দাহদিনের রাত
প্যাঁচাচাউনি


(২১০)


পাহাড়ি ফুল
    মাথায় গোঁজে শীত
সাঁওতালিনী       



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন