কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৩৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৩৫

শনিবার, ৩ মার্চ, ২০১৮

নীলাব্জ চক্রবর্তী




এক মিনিট

মুখোশে শীত আসতে
ফ্রেমভর্তি
গাছেদের জ্যান্ত সব আঙুল
তার কথামতো
মাংসের ভেতর ন’ড়ে ওঠা সন্দেহকে
ছায়ার ভেতর হেঁটে যাওয়া সম্পর্ককে
দেখতে দেখতে
কালো কাচে মোড়া
কখন যে নাতালিয়া একটা ধাতু হলো
ক্রিয়া হলো
তার পালক বদলে বদলে
চ’লে গেল পুরনো জলবায়ুর ভেতর

এক মিনিট
এই শট এখনি ডিজলভ হয়ে যাবে...


দরজা

ফ্রিজ খুলে বেরিয়ে আসা শব্দরা
কেমন ঠাটিয়ে উঠছে
ধাতব একটা ভঙ্গি
যেটুকু আমার কবিতা
সিগারেট ভেবে
হাত থেকে ফেলে দিচ্ছে আঙুলের ছায়া
টুপি বদলে বদলে
সে আমার মতো
নয়
আমি তার
সন্দেহের ভেতর ঢুকে যাওয়া একটা দরজা


শব্দ ২০১৮

ভাঙা একটা দিন
ঘন
কাচের সরণী জুড়ে হ্যালো পড়ে যায়
খুব শেড করা
এই ভাষা তো ব্যবহার
যৌনতার ভেতর ফেলে যাওয়া
ছায়া এক জিরাফের ক্ষেত
অক্ষরের দ্রুত নীলে
আমি তার বাক্যের ভেতর সারাদিন শব্দ হয়ে...



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন