কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শনিবার, ৩ মার্চ, ২০১৮

তাপসকিরণ রায়




ক্ষয়

আসলে ক্ষয়ে যাওয়া একটা আপেক্ষিক শব্দ--  
ভালবাসা,
তোমার মনে তা জন্ম নিতে পারে এবং
একটা শরীর লিপ্সায় তাৎক্ষণিক রঙ ধরছে
বিশ্লেষণে আমি খুঁজে ফিরছি সেই নারীকে
তোমার রোমশ দেহে অবলার গন্ধ,
কুটি কুটি হয়ে যাচ্ছে একটা চেহারা
বৃষ্টি রণনে দুর্বিপাক একটা ঘ্রাণ, তার মাঝখান পাকপঙ্ক
ভেদ হয়ে হয়ে
বেরিয়ে আসছে তোমার মুখমণ্ডল
এবং তারপর আবার ধোঁয়ার মণ্ড জমছে।


চরিত্র

আগুন মোহনা থেকে
শুদ্ধতায় তুমি ছড়িয়ে গেছো--কয়লা দেহের মাঝে
তখনও কিন্তু তোমার চক্ষু জ্বলছে !
একটা স্ট্যাচুতে প্রতিবাদী চিহ্ন
বালখিল্যতায় হেসে পড়লে তুমি
কিছু কিছু মুদ্রাদোষ তোমার চরিত্র, রঙকে হারিয়ে দেয়,  
রঙ বদলে যাওয়া কিছু কথা  
তুমি অমায়িক আমার জন্মকথা খুলে ধরলে
অথচ কে বলবে সেখানে কতটা পাপ জমা ছিল!
আমার যে আদল দেখছি সামনে
সেখানে ধৃষ্টতা নেই,
পাপী রঙ মাখেনি দেহ--শুধু রমণীয় ভালবাসাবাসি।


অবয়ব

একটা প্রান্তর ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে,
নাক মুখ সমস্ত অবয়বের মাঝ থেকে
তবু তোমার আকৃতি ক্রমশ চেনা যাচ্ছে
ধোঁয়ায় টুকরো টুকরো ধরে নিচ্ছে
একটোপ্লাজম।
আর একবার তোমার ফুটে ওঠা দৃশ্যতয়া।  



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন