কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭

শুক্তি ঘোষ

স্বীকারোক্তি

বিপ্লব কি একটা স্বপ্ন?
নাকি তা নিছক
চার অক্ষরের একটা আভিধানিক শব্দ?
একটা ফাঁকা আওয়াজ-
অবসর সময়ে
এক গেলাস হুইস্কির মতো
অসাড় স্নায়ুতে উত্তেজনা জাগানোর
মহৌষধ!
কিছুই তো বদলায় না, কিছুই বদলায় নি
প্রশ্নহীন রক্তপাত
       ঘটে গেছে শুধু অর্থহীন
কবি ও কবিতা
  স্বেচ্ছাবৃত অভিমানে ধ্বংস শুধু করেছে নিজেকে
জমে ওঠে মিথ্যার বেসাতি,
জমা হয় কিছু নষ্ট প্রাণ-
বিপ্লবী কুহকে শুধু
       ঢাকা পড়ে যায় ইতিহাস

ওহে ও বিপ্লবী - ধর্মপ্রাণ, এ সি ঘরে বসে
বিপ্লবের কথা ভাবো, অ্যাশট্রেতে পোড়া সিগারেট,
অনামিকা মধ্যমায় চুনি-পোখরাজ, ক্যাবিনেটে দাস কাপিতাল
তুমি কি বুর্জোয়া নও?
রক্তে মেশা স্বার্থের বীজ,
সাম্য তুমি চেয়েছ কখনো?
বিপ্লব কী দেবে তোমায়?
আকাশের কাছাকাছি, অনেক উঁচুতে
নিপাট জীবন যাত্রা,
আইপ্যাডে বিপ্লবী কবিতা!

পর্যাবৃত্ত

যন্ত্রণার নিঃসীম আঁধারে
ডুবে যেতে হয়
ভালোবাসি,
       তাই বেঁচে থাকি–
তবুও তো ঘৃণা করি,
ঘৃণার সঞ্চিত বিষে
       ধীরে ধীরে নীল হয়ে যাই!
আশ্চর্য, তবুও
ঝিরঝিরে শিমুল পাতায়
       লুটোপুটি খায়
              শীতের সোনালি রোদ-
উগ্র বুনো নেশায় মাতাল
অঘ্রাণের রাত
শিশিরে সর্বাঙ্গ ধুয়ে
সোনার স্বপ্ন দেখে!
আমিও দু’চোখ মুছে
হেসে উঠি বিভোর আশায়

অপরাজিতা,
     তুমিও তো নীলকণ্ঠ!













 







    

       

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন