কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭

তানজিন তামান্না

(ক্যুরিয়র সিরিজের কবিতা)


ঝকঝকে রোদ


প্রেরক                             প্রাপক

শীতের আগমনী বৃষ্টি         ঠোঁটের উপকূল

দীর্ঘরাত পাড়ি দিয়ে ঠোঁটের উপকূলে ঘুরছে রোদ…
সিগর‌্যাটের পোড়াকপালে অপেক্ষার হুইসেল… এত বিকেলে উড়ে গেলে খেলার মাঠ আলোর গতিতে ছুটে আসেন রাজকুমারী অম্বা। শীতের আশ্বাসে নিয়মমাফিক সূর্য…

খরায় চৌচির এ্যাশট্রেতে স্বপ্নের ক্লান্তি গড়ালে জানালার কাচে টোকা দেয় এক শালিকের সঙ্কেত
স্বপ্নের স্বভাবে আচমকা চুইয়ে পড়ে চোখ ধাধানো চাঁদ… যদি একসমুদ্দুর সুনামী কাঁপিয়ে দেয় ঠোঁট পাখির ভঙ্গি কি ফিরিয়ে দেবে না তৃষ্ণা?
...হারিয়ে প্রজাপতি ডানা গাছটা গিলে খায় ঝকঝকে রোদ


শালিকের মাঠ


প্রেরক                       প্রাপক

সোনালু ভুল             ভাবনার ছলনা

যদি একটা সকাল = সময়ের একক ক্ষুদ্রাংশ হয়
কীভাবে বেড়ে যাবে ভাবনার ছলনা?

পুরো গ্রীষ্মকাল জুড়ে হাহাকার করা একটা দুপুরকে আপ্লুত করে গেলো সোনালু ভুল
উড়ে এসে জুড়ে বসা ঘাসফুলের স্নান… দুপুরের রোদ ছেনে গড়ে উঠলে শালিকের মাঠ কোনো জরুরী তলব ছিলো কি পাড় হতে না পারা রাস্তার মাঝখানে?

ভাবনার ছলনায় হারালে রোদ্দুর ভাঙনের তোলপাড় খুঁড়ে জন্মাবে অপেক্ষার ঢঙ…









0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন