কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭

বেবী সাউ

আলবিদা


(১)

যেতে যেতে বারবার দ্যাখো
আস্তিনে জমানো ফেরা
যেন মৃতকাল
কার্ণিশে পায়রা; ডিমের ওম
পরিযায়ী ভেবে ছাতিমের নীচে বসে আছে
তোমার বিরহে কেঁপে কেঁপে ওঠে
এই জমা
নিধুবন

(২)  

নিপুণ কথন যেন
চুপচাপ চোখের কাজল
ঝরা নিমফুল খোলা ঘাট-মাঠে
ফেরা ভেবে
হলুদের জল পেতে ধরে
ফাঁকা দহলিজে

(৩)  

গভীর অতল জেনে
ছেঁনে ধরা পাটাতন
কবুল করেছে ইশক
আশুরার দিনে
অতঃপর
দীর্ঘদেহী জমানো জহর
তিলে তিলে আলবিদা
শিখেছে সহজে

(৪)

যদিও মেহফিল
রোদে স্নাত রুজা
আমানত মেনে
আয়াতের কালে
সিরিয়াকে লেখো গান
ইশক কবুল

আমি লিখি ‘সূরা ইয়াসীন’  

ইয়াসীন মহান

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন